২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ১০:৫২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মনির হোসেন এজেন্সীর বীমা গ্রাহক মোতালেব মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। চার্টার্ড লাইফ মোতালেব মিয়ার মৃত্যুতে মৃত্যুদাবি বাবদ একটি পলিসির অনুকূলে মোট ৯৮ হাজার ৭৩০ টাকার চেক গ্রাহকের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দিতে তার মনোনীতক পুত্র শাকিল মিয়ার হাতে তুলে দেন।
চেক হস্তান্তর করেন কোম্পানির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ এমদাদ উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানির পলিসি ওনার সার্ভিস অ্যান্ড ক্ল্যাইমস ডিপার্টমেন্টের প্রধান ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ কামরুজ্জামান এবং কোম্পানির কুমিল্লা সেলসের ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ মোস্তফা কামালসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দ্রুততার সঙ্গে তার সব বীমা গ্রাহককে সব ধরনের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।
বীমা গ্রাহক মোতালেব মিয়া মাসিক একটি মাত্র প্রিমিয়াম বাবদ মাত্র এক হাজার টাকা জমা করার চারদিন পর হার্ট এ্যাটাক করে মৃত্যুবরণ করেন এবং ওই বীমাদাবি লাভ করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।