১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:৪৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও কুষ্টিয়ার শীর্ষ চাল ব্যবসায়ী আবদুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) শিহাবুর রহমান শিহাব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আবদুর রশিদ অনেকগুলো মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ঋণখেলাপিসহ আদালতে ৬৮টির মতো মামলা রয়েছে। এ কারণেই তিনি ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শনিবার সন্ধ্যার দিকে কুষ্টিয়া শহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কুষ্টিয়া মডেল থানা পুলিশ।
এর আগে, পতিত শেখ হাসিনা সরকার আমলে সিন্ডিকেট করে বারবার চালের দাম বাড়ানোর অভিযোগ রয়েছে রশিদের বিরুদ্ধে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।