facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ এপ্রিল মঙ্গলবার, ২০২৫

Walton

চালের দামবৃদ্ধিতে দায়ী পাইকারি ও খুচরা বিক্রেতারা


২৬ জানুয়ারি ২০২৪ শুক্রবার, ০৬:০৫  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চালের দামবৃদ্ধিতে দায়ী পাইকারি ও খুচরা বিক্রেতারা

বর্তমানে বাজারে চালের দাম সহনীয় আছে এবং থাকবে। বাজারে কোনো চালের দাম অতিরিক্ত হয়নি বা অস্থিরতা সৃষ্টিও হয়নি। বরং মিল মালিকদের কাছ থেকে কমদামে চাল কিনে কিছু পাইকারি ব্যবসায়ী ও খুচরা বিক্রেতারা বাজারে বেশি দামে চাল বিক্রি করে অস্থিরতা সৃষ্টি করেছে। এমন অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জ চাউল কল মিল মালিক গ্রুপ।

শুক্রবার (২৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জেলা চেম্বার ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ তুলে ধরেন মিল মালিকরা। লিখিত বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা চাউল কল মিল মালিক গ্রুপের সহ-সভাপতিআনোয়ার হোসেন বলেন, ‘সম্প্রতি বাজারে চালের বাজার অস্থির শীর্ষক গণমাধ্যমে প্রকাশিত সংবাদও পুরোপুরি সত্য নয়। বরং সেটি ঢাকার ব্যবসায়ীদের ব্যক্তিগত আক্রোশ। ধানের দাম উঠা-নামা করায় চালের দাম কিছুটা বেড়েছিল। তারপরও সরকারের চাহিদা অনুযায়ী নিজেদের ক্ষতি করে আমরা সহনীয় মূল্যে চাল সরবরাহ করছি। এরপরও দু’একটি বিচ্ছিন্ন ঘটনা যা ঘটেছে তার কারণ উল্লেখ করে জেলা প্রশাসনকেও জানানো হয়েছে।’

তিনি আরও জানান, ‘ইতোমধ্যে জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে এ সব বিষয় নিয়ে মিলমালিক ও ব্যবসায়ীদের মতবিনিময় হয়েছে এবং সরকারের চাহিদা অনুযায়ী চালের বাজার সহনীয় রাখতে ও মূল্য নির্ধারণ করে প্রত্যেকটি মিলে ব্যানার ঝুলানো হয়েছে।’ আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে চালের দাম কমিয়ে জিরাশাইল/মিনিকেট চাল ৬২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সামনে ধানের সরবরাহ বাড়লে চালের দাম আরও কমে আসবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা মিল মালিক ও ধান চাল সমিতির সভাপতি হারুনুর রশিদ, নবাব গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আকবর হোসেন, এরফান গ্রুপের জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, ফারুক অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক হোসেনসহ আরও অনেকে।।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: