২২ জানুয়ারি ২০২৪ সোমবার, ১০:০৯ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। সঙ্গে স্ত্রী ও দুই ছেলে রয়েছেন। সোমবার (২২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে রাত ৯টা ৩০ মিনিটে রওনা হয়েছেন খন্দকার মোশাররফ হোসেন। রাত ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাবেন তিনি। সঙ্গে তার স্ত্রী ও দুই ছেলে থাকবেন।
এদিকে খন্দকার মোশাররফ হোসেনের ছেলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খন্দকার মারুফ হোসেন জানিয়েছেন, সম্প্রতি ব্রেন স্ট্রোকসহ রক্তক্ষরণ হয় খন্দকার মোশাররফ হোসেনের। ফলে কিছু দিন ধরে আইসিইউ ও সিসিইউতে ভর্তি ছিলেন তিনি। আর ব্রেনের বহির্ভাগে এখনো মেনিনজিওমা নামক টিউমার রয়েছে, যা সংকুচিত হয়নি পুরোপরি।
বিএনপির এ নেতাকে সিঙ্গাপুর ন্যাশন্যাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি করা হবে। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।