facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ


১৭ নভেম্বর ২০২৪ রবিবার, ১০:১৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

চিত্রনায়িকা আঞ্জুমান আরা শিল্পী এবং তার স্বামী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ তাদের তিন সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা হয়েছে, এইচ বি এম ইকবাল, তার স্ত্রী আঞ্জুমান আরা শিল্পী, এবং তাদের সন্তান মঈন উদ্দিন ইকবাল, ইকরাম ইকবাল ও নওরীন ইকবালের ব্যাংক হিসাব আগামী ৩০ দিনের জন্য স্থগিত থাকবে।

চিঠিতে আরও বলা হয়, এসব ব্যক্তি ও তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবের তথ্য ৪ দিনের মধ্যে ব্যাংকগুলোকে পাঠাতে হবে এবং শুধুমাত্র ব্যবসায়িক লেনদেনের জন্য হিসাব ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।

এইচ বি এম ইকবাল প্রিমিয়ার ব্যাংকের মালিক এবং তিনি বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত। তার মালিকানাধীন প্রিমিয়ার গ্রুপের অধীনে পাঁচ তারকা হোটেল, রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টারসহ বিভিন্ন ব্যবসা রয়েছে। তিনি দেশের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানও গড়ে তুলেছেন।

২০১১ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদে রয়েছেন এইচ বি এম ইকবাল। তার বিরুদ্ধে গুলশানে হোটেল রেনেসাঁ, হিলটন হোটেল অ্যান্ড রিসোর্ট ও রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা নির্মাণে ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অভিযোগগুলোর অনুসন্ধান শুরু করেছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা এবং সরকার–ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার অংশ হিসেবে তাদের ব্যাংক হিসাবও জব্দ করা হচ্ছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: