facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

চীনের কোম্পানির সঙ্গে ইন্ট্রাকোর ২০ মিলিয়ন ডলারের চুক্তি


১০ জুলাই ২০২৪ বুধবার, ১০:২৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চীনের কোম্পানির সঙ্গে ইন্ট্রাকোর ২০ মিলিয়ন ডলারের চুক্তি

স্থল ও জল পথে সিএনজি পরিবহনে কারিগরি ও আর্থিক বিনিয়োগ খাতে ২০ মিলিয়ন ডলার বিনিয়োগের একটি সমঝোতা স্মারক সই হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসি এবং চীনের শিঝুয়াং এনরিক গ্যাস ইকুইপমেন্ট কোম্পানি লিমিটেডের (সিআইএসমসি এনরিক) মধ্যে।

মঙ্গলবার (৯ জুলাই) ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগর: সামিট অন ট্রেড, বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট অপরচুনিটিজ বিটুইন বাংলাদেশ অ্যান্ড চায়না’ শীর্ষক সামিটে এই চুক্তি সাক্ষরিত হয়।

এসময় উপস্থি ছিলেন ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির এমডি মোহাম্মদ রিয়াদ আলীসহ অন্যান্যরা।

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে ১৬টি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে বাংলাদেশ ও চীনের বেশ কয়েকটি বহুজাতিক বাণিজ্যিক প্রতিষ্ঠান। চারটি সমঝোতা স্মারকের অধীনে মোট ৪৯ কোটি ডলারের বিনিয়োগ পেতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের বস্ত্রশিল্প, বৈদ্যুতিক গাড়ি নির্মাণ, সৌরবিদ্যুৎ, ফিনটেক এবং প্রযুক্তি খাতে বিনিয়োগ করবে চীনা কোম্পানিগুলো।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: