facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

চুমু-কাণ্ডে বিতর্কের ঝড়, উদিত নারায়ণের সাফাই!


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:৩২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চুমু-কাণ্ডে বিতর্কের ঝড়, উদিত নারায়ণের সাফাই!

বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণ ফের বিতর্কের কেন্দ্রবিন্দুতে। ৭০ ছুঁই ছুঁই এই গায়কের এক ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি এক নারী ভক্তের ঠোঁটে চুমু খাচ্ছেন। মুহূর্তেই এই দৃশ্যকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। তবে উদিত নারায়ণ নিজেকে নির্দোষ দাবি করে জানিয়েছেন, "ভক্তদের খুশি করাই আমার কাজ।"

সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের জনপ্রিয় গান ‘টিপ টিপ বারসা পানি’ গাইছিলেন উদিত। সেই সময় মঞ্চের সামনে এসে একের পর এক নারী ভক্ত সেলফির আবদার জানাতে থাকেন। প্রথমে হাসিমুখে সবার সঙ্গে ছবি তুললেও, পরে উদিত নারায়ণ একাধিক ভক্তের গালে চুমু খান। একজনের ঠোঁটেও চুমু খাওয়ার দৃশ্য ধরা পড়ে ক্যামেরায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

নেটিজেনদের কটাক্ষের মুখে পড়ে উদিত নিজেই ব্যাখ্যা দিয়েছেন এই ঘটনার। তিনি বলেন, "ভক্তরা আমাকে ভালোবাসেন, আমিও তাঁদের ভালোবাসি। তাঁরা যদি একটু সেলফি তুলতে চান বা ভালোবাসা প্রকাশ করতে চান, তাতে দোষের কী? এতদিন বলিউডে কাজ করছি, কখনো কারও মনে কষ্ট দেইনি। এই ধরনের বিষয়কে বড় করে না দেখাই ভালো।"

তবে সমালোচকরা কিন্তু এত সহজে বিষয়টি মেনে নিতে নারাজ। অনেকেই প্রশ্ন তুলেছেন, এই ধরনের আচরণ কি আদৌ শোভনীয়? কেউ লিখেছেন, "বয়স হয়েছে, একটু ভাবা উচিত।" কেউ আবার কটাক্ষ করে লিখেছেন, "এটা কি এআই দিয়ে বানানো, নাকি সত্যি?" যদিও উদিত নারায়ণের সাফাইতে স্পষ্ট, ভিডিওটি ভুয়া নয়।

এই বিতর্কের মাঝেই তিনি জানিয়েছেন, তাঁর পরিবারে কোনো সমস্যা নেই, কিন্তু কিছু মানুষ অহেতুক বিতর্ক তৈরির চেষ্টা করছেন। "আমি ৪৬ বছর ধরে বলিউডে কাজ করছি। ভক্তদের ভালোবাসা কখনো অস্বীকার করিনি। আমাদেরও তাঁদের খুশি করা উচিত," মন্তব্য করেন গায়ক।

বিতর্ক থামুক বা না থামুক, উদিত নারায়ণের এই চুমু-কাণ্ড যে বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে, তা বলাই বাহুল্য।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: