facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ঘাটতি? সিমন্স বলছেন, ‘সেরা নয়’!


১০ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ০৫:৪৬  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতিতে ঘাটতি? সিমন্স বলছেন, ‘সেরা নয়’!

চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে সংশয় প্রকাশ করলেন হেড কোচ ফিল সিমন্স। বিপিএল শেষ হওয়ার আগেই কিছু ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করলেও আনুষ্ঠানিক ক্যাম্প শুরু হয়েছে মাত্র কয়েকদিন আগে। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই অনুশীলন, তবে সেটাকে আদর্শ প্রস্তুতি বলছেন না সিমন্স।

বাংলাদেশের গ্রুপের অন্য দলগুলোর তুলনায় প্রস্তুতির ঘাটতি স্পষ্ট। পাকিস্তান ও নিউজিল্যান্ড এখন ত্রিদেশীয় সিরিজ খেলছে দক্ষিণ আফ্রিকার সঙ্গে, ভারত ব্যস্ত ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে। আর বাংলাদেশ? সবশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরে, এরপর প্রায় দেড় মাসের বিপিএল শেষে মাত্র পাঁচ দিনের ক্যাম্প!

সিমন্স স্বীকার করেছেন, "এটা সেরা প্রস্তুতি নয়।" তবে তিনি এটাও মনে করেন, স্কিল ধরে রাখার ক্ষেত্রে বিপিএল কিছুটা সহায়ক হয়েছে, এখন কেবল মানসিকভাবে ওয়ানডের জন্য তৈরি হতে হবে।

বিপিএলের শারীরিক ও মানসিক ধকল কি প্রভাব ফেলবে? সিমন্স তা মনে করছেন না। তার মতে, ক্রিকেটাররা ইতোমধ্যে ৫০ ওভারের ফোকাসে চলে এসেছে।

২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ এবার নতুন চ্যালেঞ্জের সামনে। পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসরে শিরোপা জয়ের লক্ষ্য কি? সিমন্স আত্মবিশ্বাসী, "যদি বিশ্বাস না করতাম, তাহলে এখানে থাকতাম না।"

বাংলাদেশের চ্যাম্পিয়নস ট্রফি অভিযান শুরু হবে ২০ ফেব্রুয়ারি, ভারতের বিপক্ষে দুবাইয়ে প্রথম ম্যাচ দিয়ে। এবার কি টাইগাররা পারবে নতুন ইতিহাস গড়তে?

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ