facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২২ ফেব্রুয়ারি শনিবার, ২০২৫

Walton

চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহ-অধিনায়ক মিরাজ


১৩ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:০৬  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের সহ-অধিনায়ক মিরাজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ দলের সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান মিরাজ।

২৭ বছর বয়সী এই অলরাউন্ডার ইতোমধ্যেই ১০৩টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়েছেন এবং তার অধিনায়কত্বের অভিজ্ঞতাও রয়েছে। গত বছর নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিনি বাংলাদেশের নেতৃত্ব দেন। এবার, চ্যাম্পিয়ন্স ট্রফিতে শান্তকে সহায়তা করার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত মিরাজ।

এছাড়া, বাংলাদেশ দলের দুই তরুণ পেসার হাসান মাহমুদ ও খালেদ আহমেদ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বিশেষ অনুশীলনের জন্য শনিবার দুবাই যাচ্ছেন। সেখানে দলের সঙ্গে নিবিড় প্রশিক্ষণ শেষে তারা ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের পর দেশে ফিরবেন।

চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ তাদের যাত্রা শুরু করবে। নতুন নেতৃত্বের অধীনে টাইগাররা কেমন পারফর্ম করবে, সেটি ক্রিকেটপ্রেমীদের জন্য একটি বড় প্রত্যাশা হয়ে দাঁড়িয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ