facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

চড়-কাণ্ডে কঙ্গনার পাশে তার ‘চিরশত্রু’


১৩ জুন ২০২৪ বৃহস্পতিবার, ০৫:৫৭  পিএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


চড়-কাণ্ডে কঙ্গনার পাশে তার ‘চিরশত্রু’

ভারতের নবনির্বাচিত সংসদ সদস্য বলিউড তারকা কঙ্গনা রণৌতের গালে সপাটে চড় কষার অপরাধে বহিষ্কার করা হয়েছিল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নারী নিরাপত্তারক্ষী কুলবিন্দর কৌরকে। এরপর তাকে করা হয় গ্রেফতার।

এদিকে এ ঘটনায় বলিউডের অনেকেই পাশে দাঁড়িয়েছেন কঙ্গনার। কেউ কেউ আবার কুলবিন্দরের হঠকারী সিদ্ধান্তের কারণে তার ওপর ক্ষোভ ঝেড়েছেন। এ দলে রয়েছেন কঙ্গনার চিরশত্রু হিসেবে পরিচিত নির্মাতা ও প্রযোজক করণ জোহর।

সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মাধ্যমে কঙ্গনার পাশে দাঁড়িয়েছেন করণ। স্পষ্ট জানিয়েছেন, কাউকে মারধর করা এবং অপমানকে সমর্থন করেন না তিনি। নিরাপত্তারক্ষীর চড় মারাকে ‘উগ্রতা’ হিসাবেই দেখছেন। কোনো পরিস্থিতিতে নিরাপত্তারক্ষী কুলবিন্দরকে মোটেও সমর্থন করেন না বলেই জানান করণ।

এর আগে হৃতিক রোশনও পাশে দাঁড়ান কঙ্গনার। এই ঘটনার বিরোধিতা করা একটি পোস্টে লাইক দেন। এমনকি, কঙ্গনা যাকে ‘বলিউড মাফিয়া’করণ জোহরের শিবিরের বলে বারবার কটাক্ষ করেছেন, সেই আলিয়া ভাটও পোস্টে লাইক দেন। লাইক দেন সোনাক্ষী সিনহা, জোয়া আখতার, সোনি রাজদানরা।

কঙ্গনা বচণ্ডীগড় বিমানবন্দরে গিয়েছিলেন বিমানে উঠতে। দিল্লি যাওয়ার জন্য বিমানবন্দরে হাজির হয়েছিলেন তিনি। সেই সময়ে এক নারী CISF জওয়ান তার সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন এবং তাকে চড় মারেন। এর পরে কঙ্গনার সঙ্গে থাকা একজন পাল্টা চড় মারেন ওই জওয়ানকে।

জানা গেছে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছিলেন কঙ্গনা। আক্রমণাত্মক টুইট করেছিলেন। তখন থেকেই অভিনেত্রীর ওপর ক্ষুব্ধ ছিলেন ওই জওয়ান। এবার বিমানবন্দরে দেখা পেতেই মেটান মনের ঝাল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: