facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল শুক্রবার, ২০২৫

Walton

ছক্কা-উইকেটেই বাঁচবে প্রাণ! ফিলিস্তিন শিশুদের জন্য খেলা


১৩ এপ্রিল ২০২৫ রবিবার, ০২:০৭  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ছক্কা-উইকেটেই বাঁচবে প্রাণ! ফিলিস্তিন শিশুদের জন্য খেলা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) এবার শুধু শিরোপা নয়, মানবতার জয়ও চায় মুলতান সুলতানস। দলটি ঘোষণা দিয়েছে, পিএসএলে তাদের প্রতিটি ছক্কা ও উইকেটের বিপরীতে ফিলিস্তিনের শিশুদের জন্য ১ লাখ রুপি করে অনুদান দেবে তারা। এমন মহতী উদ্যোগের কথা জানিয়ে দলের মালিক আলী খান তারিন বলেন, “ব্যাটসম্যানদের প্রতিটি ছক্কা এবং বোলারদের প্রতিটি উইকেট ফিলিস্তিনি শিশুদের মুখে হাসি ফোটাবে।”

মুলতানের প্রথম ম্যাচেই জমেছে ১৫ লাখ রুপি অনুদান। ম্যাচটিতে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান একাই মারেন ৫টি ছক্কা ও ৯টি চার, যদিও তার শতরান ম্যাচ জেতাতে পারেনি দলকে। তবে দল হেরে গেলেও জয় হয়েছে মানবিকতায়। রিজওয়ান টসের সময়ই ঘোষণা দেন, “প্রতিটি চার, ছক্কা ও উইকেট—সবই ফিলিস্তিনের গাজার শিশুদের জন্য।”

টানা হামলায় বিধ্বস্ত গাজায় ইসরায়েলি আগ্রাসনে ইতোমধ্যে প্রাণ হারিয়েছে শত শত শিশু। এমন ভয়াবহ বাস্তবতায় ক্রিকেট মাঠ থেকে উঠে আসা এই সহানুভূতির বার্তা ছুঁয়ে গেছে অনেককেই।

আগামী ১৬ এপ্রিল মুলতানের পরবর্তী ম্যাচ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে। পুরো টুর্নামেন্টে তারা কমপক্ষে ৯টি ম্যাচ খেলবে, অর্থাৎ আরও লাখ লাখ রুপির সহায়তা পৌঁছাতে পারে ফিলিস্তিনে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ