১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার, ০৭:৫৭ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
তুরস্ক, পাকিস্তান ও ভারতের সফল রাজনৈতিক দলের মডেলে বাংলাদেশে একটি নতুন ছাত্রনেতৃত্বাধীন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা চলছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই গড়ে উঠতে যাচ্ছে এই দল।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, পাকিস্তানের ইমরান খানের তেহরিক-ই-ইনসাফ পার্টি এবং ভারতের অরবিন্দ কেজরিওয়ালের আম-আদমি পার্টির উত্থান ও সাংগঠনিক কাঠামো পর্যালোচনা করেই দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বিবিসি বাংলাকে জানান, "আমরা মধ্যমপন্থি রাজনীতির কথা বলছি। বাম বা ডান ধারার বিভাজনে না গিয়ে সাম্য, ন্যায়বিচার ও সুশাসনকে কেন্দ্র করে একটি বহুত্ববাদী দল গঠনই আমাদের লক্ষ্য। উগ্রপন্থা বা বিভাজনমূলক রাজনীতিতে আমাদের অবস্থান নেই।"
তিনি আরও বলেন, "বাংলাদেশের রাজনৈতিক পরিসরে সকল মতাদর্শের মানুষকে একত্রিত করে আমরা একটি গ্রহণযোগ্য ও ভারসাম্যপূর্ণ দল গঠনের পরিকল্পনা করছি।"
এদিকে, চলতি মাসের শেষ দিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "ছাত্র ও গণঅভ্যুত্থানের নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দলে যুক্ত হলে সরকারে থাকা সম্ভব হবে না। যদি সেই দলে অংশ নিতে হয়, তবে আমি সরকার থেকে পদত্যাগ করব।"
তিনি আরও বলেন, "সরকারে বর্তমানে স্থিতিশীলতা এলেও প্রত্যাশিত পরিবর্তন আসেনি। রাজনৈতিক দলের কার্যক্রম এখন আরও জরুরি। চূড়ান্ত সিদ্ধান্ত কয়েক দিনের মধ্যেই জানা যাবে।"
এ মাসের মধ্যেই দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।