facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়: ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ


২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১০:১৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ছাত্ররাজনীতিতে নতুন অধ্যায়: ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশ

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে ছাত্রদের নেতৃত্বে গঠিত হলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলটির আত্মপ্রকাশ করা হয়।

নতুন এই দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাহিদ ইসলাম, আর সাংগঠনিক সম্পাদক হয়েছেন আখতার হোসেন। এছাড়া, শীর্ষ ছয়টি পদে নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে, যেখানে মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করবেন নাসীরুদ্দীন পাটওয়ারী

উত্তরাঞ্চলের প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পেয়েছেন সারজিস আলম, আর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হয়েছেন হাসনাত আবদুল্লাহ

আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত দলটি তাদের কার্যক্রম পরিচালনা করবে বলে জানা গেছে। এ লক্ষ্যে আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে। ইতোমধ্যে জুলাই আন্দোলনের সম্মুখযোদ্ধারা গুরুত্বপূর্ণ পদে জায়গা পেয়েছেন, পাশাপাশি আলোচিত নারী নেত্রীরাও দলটির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন।

নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ছাত্ররাজনীতিতে কতটা প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ