facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শনিবার, ২০২৫

Walton

ছারছীনা মাহফিলে তথ্য উপদেষ্টা মাহফুজ, দেশ সংস্কারে দোয়া কামনা


১৪ মার্চ ২০২৫ শুক্রবার, ০৯:৩৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ছারছীনা মাহফিলে তথ্য উপদেষ্টা মাহফুজ, দেশ সংস্কারে দোয়া কামনা

পিরোজপুরের ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরিফের ১৩৫তম মাহফিলের শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। শুক্রবার জুমার নামাজের আগে আলোচনায় অংশ নিয়ে তিনি দেশ ও জাতির শান্তি এবং সরকারের চলমান সংস্কার কার্যক্রমের সফলতার জন্য দোয়া কামনা করেন।

মাহফুজ আলম বলেন, ‘দেশকে একটি স্থিতিশীল ও গোছানো অবস্থায় রেখে যেন আমরা দায়িত্ব সম্পন্ন করতে পারি, সেজন্য আপনাদের দোয়া চাই।’ তিনি আরও উল্লেখ করেন, ছারছীনা দরবার শরিফের মাধ্যমে ইসলাম শিক্ষা দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে, যা সমাজে নৈতিকতার ভিত্তি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

নিজের পারিবারিক সংযোগের কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, তাঁর পরিবার দীর্ঘদিন ছারছীনা দরবার শরিফের মুরিদ ছিল। ছোটবেলায় তিনি একাধিকবার এই দরবারে এসেছেন এবং প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি নেছার উদ্দিন আহমদ (রহ.)-এর দ্বীনি সংস্কারের গুরুত্ব উপলব্ধি করেছেন।

তিনি আরও বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে আপনাদের নিকট দোয়া চাই, যেন শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আমাদের দায়িত্ব যথাযথভাবে সম্পন্ন করতে পারি। বিশেষ করে আমার জন্য দোয়া করবেন, যেন দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করতে পারি।’

আখেরি মোনাজাতে ছারছীনা দরবার শরিফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ ও শান্তির জন্য দোয়া করেন।

এর আগে তথ্য উপদেষ্টা দরবার শরিফের মরহুম পীরদের কবর জিয়ারত করেন। এ সময় উপস্থিত ছিলেন ছারছীনা দরবারের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন, পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, বরিশালের জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খানসহ অন্যান্য প্রশাসনিক ও ধর্মীয় ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, ছারছীনা দরবার শরিফের বার্ষিক মাহফিলে তথ্য উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি তাঁর দাপ্তরিক ফেসবুক পেজেও জানানো হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

জাতীয় -এর সর্বশেষ