facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৭ ডিসেম্বর শুক্রবার, ২০২৪

Walton

ছেলেকে নিয়ে খবর, মেসি বললেন-এটা মিথ্যা


০৪ মার্চ ২০২৪ সোমবার, ০৪:৩৭  পিএম

স্পোর্টস ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ছেলেকে নিয়ে খবর, মেসি বললেন-এটা মিথ্যা

বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তি তিনি। তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লাখ লাখ মানুষ কত কীই–না লেখেন। কেউ তার প্রতি ভালোবাসা জানান, কেউ তাকে ঘিরে নানা জানা-অজানা তথ্য সামনে আনেন। লিওনেল মেসি সম্পর্কে দেওয়া সব তথ্যের সত্যাসত্য নির্ণয় করা কঠিন।

তবে মেসি কখনো কখনো তাকে নিয়ে ওঠা নানা কথা বা তাকে নিয়ে হওয়া নানা খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন। এবার আরেকবার মেসি একটি খবরকে উড়িয়ে দিয়েছেন ‘মিথ্যা’ বলে। সেই খবর অবশ্য তাকে নিয়ে লেখা নয়, লেখা হয়েছে তার মেজ ছেলে মাতেওকে নিয়ে।

মেরকাদো দেপোর্তিভোর একটি খবর উড়িয়ে দিয়ে মেসি তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘এটা মিথ্যা। আমি কখনোই এটা বলিনি।’ কিন্তু খবরটি কী ছিল, যেটাকে মেসি মিথ্যা বলে উড়িয়ে দিলেন? মেরকাদো দেপোর্তিভো তাদের একটি খবরে লিখেছিল, মাতেওর ফুটবল-প্রতিভা নিয়ে মেসি বেশ উচ্ছ্বসিত।

তা ছেলের ফুটবল-প্রতিভা নিয়ে উচ্ছ্বাস মেসি প্রকাশ করতেই পারেন। সেটি নিয়ে মেসিরও কোনো আপত্তি নেই। কিন্তু সংবাদমাধ্যমটি মেসির একটি উক্তি যোগ করেছে খবরে, তার আপত্তি এখানেই। ওই খবরে মেসিকে মেরকাদো দেপোর্তিভো উদ্ধৃত করেছিল এভাবে, ‘যুক্তরাষ্ট্রে কিছু একাডেমি আছে, যারা মাতেওকে চুক্তিবদ্ধ করতে চেয়েছে। কিন্তু আমি ওকে মায়ামিতে দিয়েছি। ওর প্রতিভা আছে এবং আমার মনে হয়, ওর স্টাইলটা আমার ছোটবেলার স্টাইলের মতো।’

মেসি যদি এটা না-ই বলে থাকেন, তাহলে ৮ বছর বয়সী ছেলে মাতেওকে নিয়ে তিনি ঠিক কী বলেছিলেন? অ্যাপলটিভির একটি তথ্যচিত্রে তিনি বলেছেন, ‘একদিক থেকে ওরা (তিন ছেলে) ফুটবল ভালোবাসলে এবং খেলাটা খেললে আমার ভালো লাগবে। আরেক দিক থেকে দেখলে, এটা খুব কঠিন একটা খেলা এবং এখানে সবার পেশাদার হওয়ার সম্ভাবনা আর ভাগ্য থাকে না। এটা অনেক কিছুর ওপর নির্ভর করে এবং অনেক ত্যাগ স্বীকারও করতে হয়।’ অ্যাপলটিভির তথ্যচিত্রে মেসি যা বলেছেন, ছেলেদের নিয়ে মেসির বলা কথাগুলোর বেশির ভাগের সুরটাই এ রকম।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ