১৮ জানুয়ারি ২০২৫ শনিবার, ০৯:৫৮ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত জনমত জরিপে দেখা গেছে, ৬৪.৯৭ শতাংশ মানুষ স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন জাতীয় সংসদ নির্বাচনের আগে করার পক্ষে মত দিয়েছেন। বিপরীতে ২৯ শতাংশ মানুষ জাতীয় নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চান। এছাড়া, প্রায় ৭০ শতাংশ মানুষ স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার পক্ষে মত দিয়েছেন, যেখানে প্রায় ২৮ শতাংশ দলীয় প্রতীকে নির্বাচন করতে চান।
বিএনপি: বিএনপি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করার প্রশ্নই আসে না। তাদের মতে, এই মুহূর্তে পুরো দেশের ফোকাস জাতীয় সংসদ নির্বাচনের ওপর। গত তিনটি জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত না হওয়ায় জনগণ গণতন্ত্র উত্তরণের জন্য জাতীয় নির্বাচনকেই অগ্রাধিকার দিচ্ছে।
জাতীয় নাগরিক কমিটি: এদিকে, জাতীয় নাগরিক কমিটিসহ কিছু সংগঠন ও দল মনে করে, জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন করা যুক্তিযুক্ত হবে।
সিপিবি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, জনগণের মতামত স্থানীয় সরকারের নাগরিক সেবা নিয়ে বিক্ষুব্ধ হওয়ার কারণেও এমনটা হতে পারে, তবে দেশের বর্তমান আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতায় জাতীয় নির্বাচনই আগে করা উচিত।
গণসংহতি আন্দোলন: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মনে করেন, গণতন্ত্র উত্তরণে নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করাই এখনকার জাতীয় অগ্রাধিকার হওয়া উচিত।
বিজেপি: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থও জাতীয় নির্বাচনকে আগে করার পক্ষে মত দিয়েছেন।
কিছু রাজনৈতিক দল, যেমন ইসলামী আন্দোলন এবং চরমোনাইয়ের পীরের দল, মনে করে অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে মন্দ হবে না। কারণ, অতীতের দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন সুষ্ঠু হয়নি।
রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক মাহবুবউল্লাহ জরিপের মান এবং এর নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি মনে করেন, জরিপের ফলাফল রাজনৈতিক দলগুলোর জনগণকে বোঝাতে ব্যর্থতার দিকেও ইঙ্গিত করে।
বিবিএস পরিচালিত জরিপের ফলাফল দেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় নির্বাচন আগে হবে, নাকি স্থানীয় সরকার নির্বাচন, তা নিয়ে বিভিন্ন দল ও সংগঠনের মধ্যে মতবিরোধ স্পষ্ট। এই মতবিরোধ নিরসনে সব পক্ষের অংশগ্রহণে একটি সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।