facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ ডিসেম্বর শনিবার, ২০২৪

Walton

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিজয় দিবসে বিনামূল্যে হার্টের অপারেশন


২৭ ডিসেম্বর ২০২৩ বুধবার, ১১:৪৮  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে বিজয় দিবসে বিনামূল্যে হার্টের অপারেশন

মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইসিভিডি) সম্পূর্ণ বিনামূল্যে মুক্তা খাতুন নামে এক নারীর হার্টের ছিদ্রের অপারেশন হয়েছে।

মহান বিজয় দিবসের দিন শনিবার (১৬ ডিসেম্বর) সকালে এনআইসিভিডি কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদের নেতৃত্বে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন। সার্বিক সহযোগিতায় ছিলেন এনআইসিভিডি পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

অস্ত্রোপচারে অংশগ্রহণকারী অন্য চিকিৎসকরা হলেন, হৃদরোগ হাসপাতালের সহযোগী সহকারী অধ্যাপক ডা. আজিজুল ইসলাম, ডা. সাজেদুল বারী, ডা. মনোজ কুমার সরকার, সহকারী রেজিস্ট্রার ডা. সাজ্জাদ হোসেন, ডা. আশিকুল ইসলাম প্রমুখ।

মুক্তা খাতুনের বাড়ি যশোর জেলার চৌগাছা উপজেলায়। অপারেশনের পর মুক্তা খাতুন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন তার স্বামী রাব্বুল ইসলাম। তিনি জানান, অপারেশনের পর তার স্ত্রীর অবস্থা বর্তমানে অনেকটাই ভালো। তিনি হাত-পা নাড়ানোর পাশাপাশি কথাও বলতে পারছেন।

এনআইসিভিডি হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. কাজী আবুল আজাদ জানান, মুক্তা খাতুন বর্তমানে সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। খুব দ্রুতই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: