facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি বুধবার, ২০২৫

Walton

জানুয়ারিতে এলো পৌনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স!


০২ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ০৭:৪৫  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


জানুয়ারিতে এলো পৌনে ২৭ হাজার কোটি টাকার রেমিট্যান্স!

নতুন বছরের শুরুতেই আশার আলো—জানুয়ারিতে বাংলাদেশে এসেছে ২১৯ কোটি (২.১৯ বিলিয়ন) ডলারের প্রবাসী আয়। যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) প্রায় পৌনে ২৭ হাজার (২৬,৭১৮) কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮৬১ কোটি ৮৭ লাখ টাকা!

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, মাসের শুরু থেকেই রেমিট্যান্স প্রবাহ ভালো থাকায় জানুয়ারিতেও দুই বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়েছে প্রবাসী আয়। ফলে টানা ছয় মাস ধরে (২০২৪-২৫ অর্থবছরের আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত) দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স দেশে এসেছে।

কোন ব্যাংকের মাধ্যমে কতো রেমিট্যান্স এলো?

  • সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ কোটি ১১ লাখ ৩০ হাজার ডলার
  • বিশেষায়িত ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ১১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার
  • বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫৫ কোটি ১৫ লাখ ৭০ হাজার ডলার
  • বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৬৫ লাখ ডলার

তবে ৮টি ব্যাংকে জানুয়ারিতে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে সরকারি মালিকানাধীন বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল), রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের কমিউনিটি ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, এবং বিদেশি ব্যাংকগুলোর মধ্যে হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া

ডিসেম্বরে হয়েছিল রেকর্ড!

এর আগে, ২০২৩ সালের ডিসেম্বরে দেশে ইতিহাসের সর্বোচ্চ ২.৬৪ বিলিয়ন ডলারের (২৬৩ কোটি ৯০ লাখ) রেমিট্যান্স এসেছিল। যা বাংলাদেশি মুদ্রায় ৩১,৬৬৮ কোটি টাকা—এক মাসে এত রেমিট্যান্স এর আগে কখনো আসেনি।

প্রবাসীদের অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসার ফলেই দেশ টানা ছয় মাস ধরে দুই বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাচ্ছে। যা অর্থনীতির জন্য ইতিবাচক এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভকেও শক্তিশালী করছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: