২৩ আগস্ট ২০২৩ বুধবার, ১০:৩৩ এএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
স্থায়ীভাবে বসবাস বা রেসিডেন্স কার্ড নবায়ন আরো সহজ করতে যাচ্ছে জাপান সরকার। ২০২৫ সালের মধ্যেই অনলাইনে এ সেবাগুলো পাওয়া যাবে। খবর দ্য জাপান টাইমস।
সরকার এর মধ্যেই এ বিষয়ে পরিকল্পনা প্রকাশ করেছে। জানিয়েছে, অনলাইনে আবেদন শুরু হওয়ার আগ পর্যন্ত জাপানে স্থায়ীভাবে বসবাসের জন্য স্থানীয় অভিবাসন অফিসে আবেদন করতে হবে।
নিক্কেই এশিয়া এক প্রতিবেদনে গত ২০ আগস্ট এ তথ্য জানায়।
ওই প্রতিবেদনে জানায়, প্রকল্পটি বাস্তবায়নে পৌনে ৩ কোটি ডলারের বাজেট প্রস্তাব করা হয়েছে। ২০২৪ সালের এপ্রিলে শুরু হওয়া অর্থবছরের বাজটে এই প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছে জাপানের অভিবাসন বিষয়ক সংস্থা।
গতকাল সোমবার সংস্থাটি নিশ্চিত করেছে, প্রয়োজনীয় বাজেটের অনুমোদন সাপেক্ষে ২০২৫ সালের মধ্যে পুরো প্রক্রিয়া ডিজিটাল করার পরিকল্পনা বিবেচনা করা হয়েছে। তবে অনুমোদন না হওয়া পর্যন্ত মোট বাজেট নিশ্চিত করা যাবে না।
বর্তমানে যারা জাপানে ১০ বছর বা তার বেশি সময় ধরে নিরবিচ্ছিন্নভাবে অবস্থান করছেন স্থায়ী বসবাসের সুবিধা তাদের মধ্যে সীমাবদ্ধ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।