০৪ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার, ০৮:১০ পিএম
স্টাফ রিপোর্টার
শেয়ার বিজনেস24.কম
![]() |
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মীর মশাররফ হোসেন হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ৬ জনের সনদ স্থগিত করা হয়েছে। এর মধ্যে ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য ৪ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন- জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীর ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের মুরাদ হোসেন, শাহ পরান, মোস্তফা মনোয়ার সিদ্দিকী, মো. হাসানুজ্জামান ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান।
এদের মধ্যে শাহ পরান ছাড়া সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এদিকে নারীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রচলিত আইনে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করেছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৫ কর্মদিবসের মধ্যে অবৈধ শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হবে। নির্ধারিত সময়ে হল ত্যাগ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে জাবি উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, অভিযুক্ত শিক্ষার্থীদের সনদ স্থগিতের পাশাপাশি তাদেরকে ক্যাম্পাসে অবাঞ্ছিত করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ও অস্থায়ী দোকানপাট নিষিদ্ধ করা হয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।