facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২১ এপ্রিল সোমবার, ২০২৫

Walton

জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তির পথ


০১ আগস্ট ২০১৬ সোমবার, ০৫:১১  পিএম

শেয়ার বিজনেস24.কম


জাহান্নামের কঠিন আজাব থেকে মুক্তির পথ

আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। জীবন পরিচালনার জন্য গাইড স্বরূপ নাজিল করেছেন আল কুরআন। যারা কুরআন অনুযায়ী জীবনযাপন করবে। তাদের জন্য রয়েছে জান্নাতের সুখবর। আর যারা আল্লাহর বিধানে বিরোধিতা করবে। তাঁর হুকুম-আহকাম থেকে বিরত থাকবে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন শাস্তি। সুতরাং জাহান্নামের কঠিন আজাব হতে মুক্তি লাভের প্রধান ঈমানের ছয়টি আরকানের ওপর বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম করা।

জাহান্নামের আজাব থেকে মুক্তি লাভের জন্য আল্লাহর নিকট যেভাবে প্রার্থনা করতে হবে; আল্লাহ তাআলা নিজেই কুরআনে বান্দাকে শিক্ষা তা শিখিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন-

উচ্চারণ : রাব্বানা- ইন্নানা- আ-মান্না- ফাগফিরলানা- জুনু-বানা- ওয়াক্বিনা- আ’জা-বান না-র।

অর্থ : হে আমাদের রব! নিশ্চয়ই আমরা ঈমান আনলাম। অতএব আমাদের পাপসমূহ ক্ষমা করুন এবং আমাদেরকে জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। (সুরা আল-ইমরান : আয়াত ১৬)

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর প্রতি যথাযথভাবে ঈমান আনয়ন করার তাওফিক দান করুন। সর্বদা সৎকাজ করার তাওফিক দান করুন এবং জাহান্নামের কঠিন আজাব হতে নাজাত দান করুন। আমিন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: