০২ ডিসেম্বর ২০২৩ শনিবার, ১০:১৭ এএম
বিনোদন ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
ট্রলের আরেক নাম জায়েদ খান। তার প্রতিটি কথা কিংবা কর্মকাণ্ড নিয়ে নেটপাড়ায় চলে তুমুল ব্যঙ্গ-বিদ্রূপ। এবার এই দলে যোগ দিলেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। জায়েদ খানের পাগলামি বেড়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
ডিবি অফিসে গিয়েছিলেন হিরো আলম। সেখানে সংবাদকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন আলম। জায়েদের সমালোচনা করে তিনি বলেন, ‘আগে জায়েদ খান এরকম করত না, ইদানীং তার পাগলামিটা বেড়ে গেছে। কাজের অভিজ্ঞতায় সে আমার সিনিয়র। আমার চেয়ে তার কাজের অভিজ্ঞতা বেশি, আমার একটু কম হতে পারে।’
তিনি আরো বলেন, ‘আমি দুবাই গিয়েছিলাম আরাভ খানের শো রুম উদ্বোধন করতে। সেখানে সে আমাকে বলছিল জায়েদ খান তো তোমাকে নকল করে। সে তোমার ডিগবাজি নকল করে। আমি বললাম সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি তো আগে অনেক সিনেমায় ডিগবাজি দিতাম, সে সেটা নকল করতেই পারে।’
এ সময় ডিবি কার্যালয়ে আসা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি হারুন স্যারের কাছে গিয়েছিলাম। তাকে বলেছি আপনারা তো প্রতিবার বলেন, কিন্ত তারপরে নির্বাচনে আমার সঙ্গে ঝামেলা হয়। হারুন স্যার আমাকে আশ্বাস দিয়েছেন, এবার নির্বাচন করো আলম, এবারে কোনো ঝামেলা হবে না। তাই আমি বলতে চাই, এবারের নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে আমি জোর গলায় বলবো, এবারের নির্বাচনে আমি পাশ করব।’
এদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টি থেকে নির্বাচন করতে যাচ্ছেন হিরো আলম। এরইমধ্যে জমা দিয়েছেন মনোনয়নপত্র। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কাছে জমা দেওয়া হয় তার মনোনয়ন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।