facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ ডিসেম্বর মঙ্গলবার, ২০২৪

Walton

জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ


২২ মার্চ ২০২৪ শুক্রবার, ১০:১৩  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


জি এম কাদেরকে লিগ্যাল নোটিশ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদেরকে (জি এম) লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি পাওয়া সাহিদুর রহমান টেপা।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে এই লিগ্যাল নোটিশ জি এম কাদেরের বনানীর চেয়ারম্যান কার্যালয় ও জাতীয় পার্টির কাকরাইল কার্যালয়ে পৌঁছে দেয়া হয়েছে।

অব্যাহতি প্রদানকে অবৈধ দাবি করে ৫০ কোটি টাকার মানহানি হয়েছে উল্লেখ করে লিগ্যাল নোটিশটি পাঠান সাহিদুর রহমান টেপার পক্ষে তার আইনজীবী গাজী রবিউল ইসলাম সাগর।

নোটিশে বলা হয়, ‘এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রচার করা হয় যে, আপনি গঠনতন্ত্রের ক্ষমতাবলে প্রেসিডিয়াম সদস্য আমার মোয়াক্কেল মো. সাহিদুর রহমান টেপাকে তার পদ হতে অব্যাহতি প্রদান করেছেন। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যে, রওশন এরশাদ (চেয়ারম্যান, জাতীয় পার্টি) গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করায় আপনি ও সাবেক মহাসচিব মুজিবুল হক চুন্নুকে পদ-পদবি হতে অব্যাহতি দেন।’

‘জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে ডেলিগেটদের কণ্ঠভোটে রওশন এরশাদকে চেয়ারম্যান ও আমার মোয়াক্কেলকে ১নং কো-চেয়ারম্যান নির্বাচিত করা হয়। আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনাকে ও মুজিবুল হক চুন্নুকে অব্যহতি দেয়ার পর আপনি বা মুজিবুল হক চুন্নু আমার মোয়াক্কেল বা কাউকে অব্যাহতি দেয়ার ক্ষমতা রাখেন না। তাছাড়া গত গত ১৪ জানুয়ারি আমার মোয়াক্কেল আপনার নিয়ন্ত্রাণাধীন দল হতে পদ-পদবি প্রত্যাহার করেছেন। কাজেই আমার মোয়াক্কেলকে তার পদ হতে অব্যাহতি দেওয়ার বিষয়টি আইনগতভাবে একেবারেই অযৌক্তিক।`

নোটিশে বলা হয়, ‌‘আপনি আমার মোয়াক্কেলকে অব্যাহতি দেয়ার বিষয়টি প্রচার-প্রচারণা করে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করেছেন। এ ধরনে কর্মকাণ্ড করে আপনি আমার মোয়াক্কেলের সামাজিক মর্যাদা ও মান-সম্মানের অপূরণীয় ক্ষতি সাধন করেছেন অর্থাৎ আপনি আমার মোয়াক্কেলকে অব্যাহতি দেওয়ার অযৌক্তিক মহড়া ও প্রচার-প্রচারণা রে আমার মোয়াক্কেলের ৫০ কোটি টাকার মান-সম্মানের ক্ষতি সাধন করেছেন। যার জন্য আমার মোয়াক্কেল আপনার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আদালতের আশ্রয় নিতে পারেন।’

‘অতএব, অত্র নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে আপনাকে ২১ মার্চের মধ্যে আমার মোয়াক্কেলকে অব্যাহতি দান বিষয়ে প্রচারিত বিজ্ঞপ্তি প্রচার ভুল স্বীকার করতে বলা হচ্ছে।’ প্রসঙ্গত, বৃহস্পতিবার দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১০ নেতাকে অব্যাহতি দেয় জাতীয় পার্টি, এর মধ্যে সাহিদুর রহমান টেপাও রয়েছেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ