২২ জানুয়ারি ২০২৫ বুধবার, ০১:৩১ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
জুলাই গণ–অভ্যুত্থানের পরও গণ–আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার অভিযোগ উঠেছে। বিচারপ্রক্রিয়া শুরু না হওয়া, আহতদের চিকিৎসায় অবহেলা এবং বিভাজনের রাজনীতির কারণে জনজীবনে সংকট আরও ঘনীভূত হচ্ছে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা শিক্ষার আধুনিকায়নের জন্য ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠনের দাবি জানান।
ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী বলেন, “শিক্ষাবিদ, অভিভাবক ও ছাত্রসংগঠনসহ সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে সর্বজনীন, বিজ্ঞানভিত্তিক ও গণতান্ত্রিক শিক্ষাক্রম প্রণয়ন জরুরি। একইসঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত বাতিল এবং ডাকসুসহ ছাত্র সংসদ নির্বাচন পুনরায় চালুর দাবি জানাই।”
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাফিকুজ্জামান ফরিদ মন্তব্য করেন, “ঐক্যের নামে বিভাজনের রাজনীতি জনজীবনের সংকট ঘোচাতে পারবে না। অন্তর্বর্তী সরকারের উচিত জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া।”
বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা অভিযোগ করেন, “অন্তর্বর্তী সরকার সিন্ডিকেটের পৃষ্ঠপোষকতায় মূল্যবৃদ্ধি ও ভ্যাট আরোপের মাধ্যমে সাধারণ মানুষের পকেট কাটছে।”
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাম্মেল হক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইভান তাহসিব, এবং ইডেন কলেজের শাহিনূর সুমি। সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি, সঞ্চালনা করেন প্রগতি বর্মণ।
উদ্দেশ্য: গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই চালিয়ে যাওয়া।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।