২২ জানুয়ারি ২০২৫ বুধবার, ০১:২৬ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
পোস্টে সারজিস আলম জানান, ফাউন্ডেশনের কার্যক্রম আরও গতিশীল করতে গঠনতন্ত্র, কাঠামো এবং কার্যপ্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী, ফাউন্ডেশনে আর ‘সাধারণ সম্পাদক’ নামের কোনো পদ থাকবে না। দায়িত্ব বণ্টনে এক্সিকিউটিভ কমিটি এখন পুরো ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনা করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) অফিসের প্রধান হিসেবে কাজ করবেন। বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
তিনি আরও উল্লেখ করেন, গভর্নিং বডি ফাউন্ডেশনের নীতিনির্ধারণে ভূমিকা রাখবে, যেখানে প্রধান উপদেষ্টাসহ চারজন উপদেষ্টা বিভিন্ন ক্ষেত্রে কাজ করবেন।
সারজিস আলম বলেন, তিনি ২১ অক্টোবর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত এই দায়িত্ব পালন করেন। অফিসিয়াল দায়িত্ব হস্তান্তর করেন ৭ জানুয়ারি। দায়িত্ব পালনের সময়ের মধ্যে যাচাইকৃত ৮২৬ জন শহীদ পরিবারের মধ্যে ৬২৮ জনকে এবং প্রায় ১১ হাজার আহতের মধ্যে ২ হাজার জনকে আর্থিক সহযোগিতা দেওয়া হয়।
তিনি আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি সর্বোচ্চ সময় দেওয়ার চেষ্টা করেছেন। তবে যখন মনে হয়েছে, প্রয়োজনীয় সময় দেওয়া সম্ভব হবে না, তখন তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজের সীমাবদ্ধতা স্বীকার করে সৎ সাহস দেখানো এবং দায়িত্বের প্রতি সততা বজায় রাখা তাঁর কাছে গুরুত্বপূর্ণ ছিল।
তিনি বলেন, “আমার দায়িত্ব পালন যত দিন সম্ভব হয়েছে, করেছি। দায়িত্ব থেকে সরে আসা কোনো দুর্বলতা নয়; বরং তা সৎ সাহসের প্রতীক।”
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।