০৯ আগস্ট ২০১৫ রবিবার, ০৪:৫৩ পিএম
চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে ১৩৯ কোটি ডলারের রেমিটেন্স বাংলাদেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা গতবছরের একই সময়ের চেয়ে সামান্য কম। অবশ্য গত অর্থবছরের ধারাবাহিকতায় রেমিটেন্স প্রবাহে ‘ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে’ বলেই মনে করছেন বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার রেমিটেন্সের যে তথ্য প্রকাশ করেছে, তাতে দেখা যায়, গত জুলাই মাসে ১৩৮ কোটি ৭০ লাখ ডলার রেমিটেন্স এসেছে। আগের মাস জুনে এসেছিল ১৪৪ কোটি ডলার। গত ২০১৪-১৫ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল ১৪৯ কোটি ২৭ লাখ ডলার, যা ছিল বাংলাদেশের ইতিহাসে কোনো মাসে আসা সর্বোচ্চ রেমিটেন্স। এর আগে ২০১৩-১৪ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১২৪ কোটি ডলার দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১২-১৩ অর্থবছরের জুলাইয়ে এসেছিল ১২০ কোটি ডলার। কাজী ছাইদুর রহমান বলেন, ঈদ উপলক্ষে প্রবাসীরা তুলনামূলক বেশি অর্থ দেশে পাঠানোয় জুন মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছিল। ১৫ জুলাই পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। “তবে ঈদের ছুটির পর স্বাভাবিকভাবেই সেই গতি কিছুটা কমে এসেছে। তারপরও যা এসেছে তা এক মাসের হিসেবে গত এক বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স।” ২০১৪-১৫ অর্থবছরে প্রবাসীরা এক হাজার ৫৩০ কোটি ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা অতীতের যে কোনো বছরের চেয়ে বেশি। রেমিটেন্স বাড়ায় কেন্দ্রীয় ব্যাংকের বিদেশি মুদ্রার সঞ্চয়নও (রিজার্ভ) বেড়েছে। রোববার দিনের শুরুতে রিজার্ভের পরিমাণ ছিল ২৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। আগামী কয়েক দিনের মধ্যে রিজার্ভ ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছেন ছাইদুর রহমান।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।