২১ ফেব্রুয়ারি ২০২৫ শুক্রবার, ১২:১০ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
২০২২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেড ব্যবসা সম্প্রসারণ ও ব্যাংক ঋণ পরিশোধের জন্য আইপিওর মাধ্যমে ৭৫ কোটি টাকা উত্তোলন করেছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে ব্যয় সম্পন্ন করতে না পারায় দুই দফায় সময়সীমা বাড়ানো হয়।
সর্বশেষ ২০২৪ সালের ডিসেম্বর শেষে কোম্পানিটি আইপিও তহবিলের ৯৯.৩২ শতাংশ অর্থ ব্যয় করেছে, যা ৭৪ কোটি ৪৯ লাখ ১৪ হাজার ৬৩৪ টাকা। বর্তমানে মাত্র ৫০ লাখ ৮৫ হাজার ৩৬৬ টাকা অব্যবহৃত রয়েছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় কম (১ টাকা ১৭ পয়সা)।
এদিকে, সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০২৩-২৪ অর্থবছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে জেএমআই হসপিটাল, যা আগের বছরের ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ডের তুলনায় দ্বিগুণ।
বর্তমানে কোম্পানিটির দীর্ঘমেয়াদী ঋণমান ‘এ প্লাস’ এবং স্বল্পমেয়াদী ঋণমান ‘এসটি-২’। অনুমোদিত মূলধন ৩০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১২৫ কোটি ২৯ লাখ ৪০ হাজার টাকা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।