facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ বুধবার, ২০২৫

Walton

জেলের জালে ধরা পড়ল প্রায় ৩ কেজির ইলিশ


২৯ নভেম্বর ২০২৩ বুধবার, ১২:৩১  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


জেলের জালে ধরা পড়ল প্রায় ৩ কেজির ইলিশ

বরগুনার তালতলী উপজেলার পায়রা নদীতে ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের খোট্টারচর এলাকার জেলে ইসমাইল হোসেনের জালে মাছটি ধরা পড়ে।

জেলে ইসমাইল হোসেন বলেন, আজ দুপুরে পায়রা নদীতে জাল ফেলেন তিনি। নদী থেকে জাল তোলার পর ২ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ মাছ জালে ধরা পড়ে। পরে তালতলী বাজারের আড়তদারের কাছে ৫ হাজার ৫৫০ টাকায় মাছটি কিনে নেন। তিনি বলেন, পায়রা নদীতে বড় ইলিশ খুব কম পাওয়া যায়। এ সময়ে এত বড় ইলিশ ধরা পড়া ভাগ্যের ব্যাপার।

মাছটি তালতলীর মাছের আড়তদার মজিবর ফকিরের কাছে বিক্রি করেন তিনি। আড়তদার মজিবর ফকির বলেন, ‘মাছটি ঢাকায় পাঠানো হয়েছে। আশা করি, ভালো দাম পাওয়া যাবে।’

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর ও নদ-নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এর সুফল হিসেবেই নদীতে এত বড় ইলিশ মাছ ধরা পড়েছে বলে তিনি মনে করেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ