facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার, ২০২৪

marcelbd

জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক করল বিএনপি


০৬ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার, ০৭:০৭  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


জোটসঙ্গীদের সঙ্গে বৈঠক করল বিএনপি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগ সরকার পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের ডাক দেওয়া ও ২০ দলীয় জোটের সঙ্গীদের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্ব এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া বিএনপি-জামায়াতের মধ্যে বৈরি সম্পর্কের বিষয়টি নিয়ে বিএনপির কাছে জানতে চান যুগপৎ আন্দোলনের সঙ্গীরা।

প্রথম ধাপে ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) সঙ্গে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মো. আজহারুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল। এরপর বৈঠক হয় বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে। এতে দলটির চেয়ারম্যান মোহাম্মদ বাবুল সরদার চাখারীর নেতৃত্বে ১২ সদস্যদের প্রতিনিধি দল অংশ নেয়। উভয় বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির লিয়াজোঁ কমিটি ও দলটির ভাইস-চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: