১৬ ফেব্রুয়ারি ২০২৫ রবিবার, ১০:৪৯ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিশ্বকাপের পথে টাইগারদের নতুন রঙ: চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উন্মোচিত হলো বাংলাদেশ ক্রিকেট দলের নতুন জার্সি!
বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর! আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার (১৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে জাতীয় দলের নতুন জার্সি।
বিসিবি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও শেয়ার করে এই নতুন জার্সির ডিজাইন। লাল-সবুজের ঐতিহ্য বজায় রেখে, নতুন জার্সিতে সোনালি রঙের বাঘের অবয়ব যুক্ত করা হয়েছে, যা দলের সাহস ও শক্তিমত্তার প্রতীক।
নতুন জার্সির উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, পেসার নাহিদ রানা, তাসকিন আহমেদ এবং লেগ স্পিনার রিশাদ হোসেন সহ স্কোয়াডের সব সদস্য।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি শুরু হবে, তবে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। দুবাইয়ের এই ম্যাচ থেকেই শুরু হবে টাইগারদের শিরোপা জয়ের অভিযান। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে অংশ নেবে বাংলাদেশ।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি ১২টি দেশ ও অঞ্চলে সরাসরি সম্প্রচারিত হবে, আর প্রথমবারের মতো আইসিসি টুর্নামেন্টে ডিজিটাল প্ল্যাটফর্মেও লাইভ দেখা যাবে! ৯টি ভাষায় ধারাভাষ্যসহ দর্শকরা উপভোগ করতে পারবেন ম্যাচ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।