১৩ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার, ০১:০৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
এই মুহূর্তে ভারতের জনপ্রিয় গাড়ি টাটা নিক্সন। সাশ্রয়ী দামের স্পোর্টস ইউটিলিটি ভেইকেল এটি। তাইতো গ্রাহকররা লুফে নিচ্ছেন মডেলটি। এরই ধারবাহিকতায় টাটা নিক্সন বিক্রি হয়েছে পাঁচ লাক ইউনিট। যা এই গাড়ি বিক্রির রেকর্ড অর্জন করল।
সাব কমপ্যাক্ট এসইউভি সেগমেন্টে পড়ে টাটা নিক্সন। ২০১৪ সালে প্রথম এই মডেল প্রদর্শন করা হয়। ২০১৭ সালে বাজারে আসে গাড়িটি। তখণ ভারতে বিক্রি হতো ৫ লাখ ৮৫ হাজার রুপিতে।
এসইউভি সেগমেন্টের আগেও টাটার একাধিক গাড়ি এসেছে বাজারে। তা পছন্দও করেছেন ক্রেতারা।
টাটার গাড়ির অন্যতম ফ্যাক্টর যেটা বরাবরই গ্রাহকদের টেনেছে। তা হল ক্র্যাশ টেস্ট রেটিং। টাটা নিক্সনের সেই রেটিং যথেষ্ট ভালো। এছাড়াও একাধিক সেফটি ফিচার রয়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।