facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৮ সেপ্টেম্বর রবিবার, ২০২৪

marcelbd

টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি


০৯ জুন ২০২৪ রবিবার, ০৮:২৫  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোদি

ভারতের সদ্য নির্বাচিত প্রধনমন্ত্রী হিসেবে টানা তৃতীয় বারের মতো শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। মন্ত্রীসভার ৭২ সদস্যও একযোগে শপথ নিচ্ছেন মোদির সঙ্গে। এর মধ্যে ৩০ জন ক্যাবিনেট মন্ত্রী, পাঁচজন স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত এবং ৩৬ জন প্রতিমন্ত্রী। রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে শপথ নিচ্ছেন মন্ত্রীসভার সদস্যরা। খবর এনডিটিভি।

এই অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় আট হাজার বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। অতিথিদের মধ্যে বেশ কয়েকটি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী রয়েছেন। আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
জমকালো এই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে নয়াদিল্লির নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। এই অনুষ্ঠানকে ঘিরে গণমাধ্যমগুলো সরগরম, চলছে নতুন সরকার কেমন হবে তা নিয়ে আলোচনা।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মোদির শপথগ্রহণ অনুষ্ঠান। এরপর প্রথমে নরেন্দ্র মোদিকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপর শপথ বাক্য পাঠ করেন রাজনাথ সিংহ। এভাবে একে একে নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ পাঠ করান দ্রৌপদী মুর্মু।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথসহ ৭ বিদেশি নেতা।

রাষ্ট্রপতি ভবনে উপস্থিত আট হাজার অতিথির মধ্যে রয়েছেন শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি প্রমুখ। উল্লেখ্য, ১৮তম লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯৩ আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৮টি আসন।

দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি ২৪০ আসন পেয়েছে বিজেপি। জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬ এবং বিহারের নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডইউ) পেয়েছে ১২ আসন।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩২ আসন। এই ২৩২ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। জোটের শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ আসন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২ আসন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: