facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১১ জানুয়ারি শনিবার, ২০২৫

Walton

টানা দ্বিতীয় দিন আদানি গোষ্ঠীর শেয়ারে পতন


২৯ মার্চ ২০২৩ বুধবার, ১১:০৯  এএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


টানা দ্বিতীয় দিন আদানি গোষ্ঠীর শেয়ারে পতন

হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশ্যে আসার পর থেকেই আদানি গোষ্ঠীর বিভিন্ন শেয়ারের দাম তলানিতে নেমেছে। গ্রুপটির শেয়ারে বিনিয়োগ থেকে দূরে থাকছেন দেশি-বিদেশি বিনিয়োগকারীরা। এ অবস্থায় মঙ্গলবার (২৮ মার্চ) গৌতম আদানির সংস্থার ১০টি শেয়ারের দাম কমেছে। এই নিয়ে টানা দু’দিন আদানি গোষ্ঠীর শেয়ারের পতন হলো।

জানা গেছে, মঙ্গলবার আদানি পাওয়ার, আদানি ট্রান্সমিশন, আদানি টোটাল গ্যাসের শেয়ারের মূল্য ৫ শতাংশ কমেছে। এই গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি আদানি এন্টারপ্রাইজেসের শেয়ারের দাম প্রায় ৩ শতাংশ কমেছে। অন্যদিকে আদানি পোর্টসের শেয়ারের দামও প্রায় ৪ শতাংশ কমেছে।

এদিকে হিন্ডেনবার্গের পর ‘দ্য কেন’ নামে একটি সংস্থার রিপোর্টে আদানি গোষ্ঠী ২.১৫ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ পরিশোধ করেছে কি না তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এরপরই ফের এই শেয়ারের দরে পতন লক্ষ্য করা গেছে।

অন্যদিকে গৌতম আদানিকে টেনে তলানিতে নামানো যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক ও গবেষণা প্রতিষ্ঠান হিন্ডেনবার্গ রিসার্চ আরেকটি প্রতিবেদন প্রকাশের ঘোষণা দিয়েছে। ওই প্রতিবেদন নতুন করে তোলপাড় সৃষ্টি করার মতো বড় হতে যাচ্ছে বলে জানালেও বিস্তারিত কোনো তথ্য দেয়নি হিন্ডেনবার্গ রিসার্চ। সূত্র : সংবাদ প্রতিদিন

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ