facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন


২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১০:৩৪  এএম

বিনোদন ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


‘টারজান’ খ্যাত অভিনেতা রন এলি মারা গেছেন

‘টারজান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। বুধবার তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্টের মাধ্যমে তার বাবার মৃত্যুর খবর জানান।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারায় লস আলামোসে নিজ বাড়িতে মারা যান রন এলি। তার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা নিশ্চিত করা হলো।

বিশ শতকের বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিজ ও সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা রন এলি। তবে টারজান চরিত্রটি তাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছেন। এই সিরিজটির শ্যুটিং চলাকালীন তার শরীরের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এ খবর তখনকার সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ পেয়েছিল। এছাড়া তিনি একাধিকবার বুনো জন্তু-জানোয়ারদের আক্রমণেরও শিকার হয়েছিলেন।

১৯৬৬ থেকে ১৯৬৮ সাল, এ দুবছর এনবিসি টেলিভিশনে টারজান সিরিজটি প্রচারিত হয়। এরপর বিভিন্ন ভাষায় ডাবিং হয়ে বিশ্বের নানা দেশে এ জনপ্রিয় সিরিজটি প্রচারিত হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: