০৩ মে ২০২৪ শুক্রবার, ১০:১০ এএম
স্পোর্টস ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
আসছে জুনেই মাঠে গড়াতে চলেছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারের আসর আয়োজিত হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। প্রথমবারের মত এবারই আইসিসির কোনো টুর্নামেন্টে থাকছে ২০ দলের অংশগ্রহণ। তাই বৈশ্বিক এই টুর্নামেন্ট নিয়ে বাড়তি তোড়জোড়ই করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এরই ধারবাহিকতায় গত মাসেই বিশ্বকাপের টিজার প্রকাশ করেছিল আইসিসি। আর আজ পুরো থিম সংটিই প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
‘আউট ইব দিস ওয়ার্ল্ড’ নামে থিম সংটির মিউজিক ভিডিও আজ নিজেদের সামাজিক মাধ্যমে প্রকাশ করেছে আইসিসি। এছাড়াও স্ত্রিমিং সাইট স্পটিফাই, অ্যাপল মিউজিকেও শোনা যাবে গানটি। আসন্ন বিশ্বকাপের থিম সংটি গেয়েছেন গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী শন পল ও সকা সুপারস্টার কেস। এই গানটির প্রযোজক মাইকেল ‘তানো’ মন্তানো। এই তিনজনই ক্যারিবিয়ান।
বিশ্বকাপের থিম সংয়ের গায়ক গানটি নিয়ে শন পল বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে গানও ক্রিকেটের মতই মানুষকে একত্র করতে পারে, উদযাপন করতে পারে। এই গানটিও ইতিবাচক বিষয় এবং ক্যারিবীয়ান ঐতিহ্য নিয়েই।’
গানটি নিয়ে কেজ বলেন, ‘ক্রিকেট সবসময়ই ক্যারিবীয়ান সংস্কৃতির একটি অংশ ছিল। আর তাই বিশ্বকাপের থিম সংটি লিখতে এবং রেকর্ড করতে পেরে আমি খুব সম্মানিত বোধ করছি।’ এদিকে থিম সং প্রকাশের পর আইসিসির জেনারেল ম্যানেজার ক্লেয়ার ফারলং বলেন, ‘বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ৩০ দিন। এর আগে এই গানটি বিশ্বকাপের সুর বেঁধে দিতে সাহায্য করবে।’
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।