১০ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ১১:১৮ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
কুঁচকির চোটের কারণে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে টাইগাররা। শান্তর অনুপস্থিতিতে দলের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস।
ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজেও শান্তর খেলা হচ্ছে না। সেন্ট কিটসে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ানডে চলাকালীনই বিসিবি ১৫ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে।
সিরিজে চোটের কারণে মিডল-অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়কেও রাখা হয়নি। তবে ভালো খবর হলো, দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন আফিফ হোসেন, শামীম হোসেন ও স্পিনার নাসুম আহমেদ। পাশাপাশি দলে ডাক পেয়েছেন ২১ বছর বয়সী তরুণ পেসার রিপন মণ্ডল। রিপন বাংলাদেশের হয়ে ইতোমধ্যে ৩টি টি-টোয়েন্টি খেলেছেন, যা ছিল গত অক্টোবরে চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে।
তিন সংস্করণ মিলিয়ে লিটন দাস এর আগে বাংলাদেশকে ৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন, যার মধ্যে ৪টিতে জয় পেয়েছে দল। তবে টি-টোয়েন্টিতে তার অধিনায়কত্ব অভিজ্ঞতা খুব কম। ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি, যেখানে বাংলাদেশ বড় ব্যবধানে হেরে যায়। এবার সেই অভিজ্ঞতা পেছনে ফেলে সামনে তাকানোর সুযোগ থাকছে লিটনের জন্য।
সিরিজের সূচি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৬ ডিসেম্বর। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ ও ২০ ডিসেম্বর। সবগুলো ম্যাচ হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, পারভেজ হোসেন, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শামীম হোসেন, তানজিম হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।