১০ জানুয়ারি ২০২৫ শুক্রবার, ০৯:৫২ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গত অক্টোবর মাসে ট্রাকে করে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চাল বিক্রির কর্মসূচি শুরু করেছিল। প্রতিদিন ঢাকা ও চট্টগ্রামে সাড়ে ২৪ হাজার মানুষ এই কর্মসূচির মাধ্যমে পণ্য কেনার সুযোগ পেতেন। কিন্তু মাত্র দুই মাস সাত দিন পর এই কার্যক্রম বন্ধ করা হয়েছে। একইসঙ্গে সারা দেশে টিসিবির এক কোটি পরিবারের মধ্যে অনিয়মের অভিযোগে ৪৩ লাখ পরিবার কার্ড বাতিল করা হয়েছে।
অর্থনীতিবিদেরা মনে করছেন, উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে ট্রাক সেল কর্মসূচি বন্ধ করায় সাধারণ মানুষের কষ্ট আরও বেড়ে যাবে। বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান এম এ রাজ্জাক বলেন, “ট্রাক সেল বন্ধ করা উচিত হয়নি। বাতিল হওয়া ৪৩ লাখ পরিবার কার্ডের সমপরিমাণ পণ্য আপাতত ওএমএস বা ট্রাক সেলের মাধ্যমে বাজারে বিক্রি করা যেত, তাতে সাধারণ মানুষ স্বস্তি পেতেন।”
বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে ট্রাক সেল কর্মসূচি সাময়িকভাবে শুরু করা হয়েছিল। পরে মেয়াদ বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত তা চালু রাখা হয়। কিন্তু এরপর আর নতুন নির্দেশনা না আসায় বিক্রি বন্ধ রয়েছে।
এর আগে কৃষি বিপণন অধিদপ্তরও কয়েকটি কৃষিপণ্য সুলভ দামে বিক্রির কর্মসূচি চালু করেছিল, যা ২৭ ডিসেম্বর বন্ধ হয়ে যায়। তবে এখন সবজির দাম কমে আসায় কৃষিপণ্যের ট্রাক সেল আপাতত বন্ধ রয়েছে।
পরিস্থিতির উন্নয়ন না হলে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সরকারের উচিত এ ধরনের কর্মসূচি পুনর্বিবেচনা করা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।