facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৫ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

টি–টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেন নাজমুল, লিটন হতে পারেন পরবর্তী অধিনায়ক


০২ জানুয়ারি ২০২৫ বৃহস্পতিবার, ১১:৩২  এএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


টি–টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেন নাজমুল, লিটন হতে পারেন পরবর্তী অধিনায়ক

বাংলাদেশ ক্রিকেটের জন্য অধিনায়কত্ব বরাবরই আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। এবার সেই আলোচনার কেন্দ্রে নাজমুল হোসেন শান্ত। বিসিবি নিশ্চিত করেছে, নাজমুল আর টি–টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে চান না। তবে টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে তাঁর আগ্রহ রয়েছে। বিসিবিও তাঁর এই সিদ্ধান্ত মেনে নিয়েছে।

অধিনায়কত্বের যাত্রা ও পরিবর্তন
২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজার টি–টোয়েন্টি নেতৃত্বের মাধ্যমে শুরু হয়েছিল ভিন্ন সংস্করণে আলাদা অধিনায়ক রাখার ধারা। এরপর সাকিব আল হাসান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, এবং লিটন দাসের মতো খেলোয়াড়দেরও আপৎকালীন নেতৃত্ব দিতে হয়েছে। ২০২3 সালের ফেব্রুয়ারিতে নাজমুলকে তিন সংস্করণের অধিনায়ক করা হয়। এতে মনে হয়েছিল, হয়তো নেতৃত্ব নিয়ে বিতর্কের অবসান ঘটবে। কিন্তু এক বছরের মধ্যেই পরিস্থিতি বদলে যায়।

নাজমুল ব্যক্তিগত কারণে টি–টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তার মধ্যে অন্যতম কারণ—ব্যাটিংয়ে মনোযোগ বাড়ানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক আলোচনা এড়িয়ে চলা। যদিও মাঠে তাঁর নেতৃত্ব সবসময় প্রশংসিত হয়েছে, কিন্তু নিজের পারফরম্যান্সে উন্নতি আনতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিসিবির সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা
বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, নতুন টি–টোয়েন্টি অধিনায়ক নির্বাচনের জন্য সময় নেওয়া হচ্ছে। মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে লিটন দাসকে নেতৃত্ব দিতে দেখা যেতে পারে। ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর অধীনে বাংলাদেশ ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছিল।

তবে বিকল্প হিসেবে মেহেদী হাসান মিরাজ এবং তাসকিন আহমেদের নামও রয়েছে। মিরাজ আপৎকালীন দায়িত্বে ভালো করলেও, তাঁর টি–টোয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয়। অন্যদিকে, তাসকিন পেস বোলার এবং চোটপ্রবণ হওয়ায় নেতৃত্বের তালিকায় পিছিয়ে আছেন।

নাজমুলের সাম্প্রতিক ফর্ম ও চ্যালেঞ্জ
অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের সময়ই জানা গিয়েছিল, নাজমুল নেতৃত্বে আগ্রহী নন। এরপরও বিসিবি তাঁকে নেতৃত্বে ধরে রেখেছিল। কিন্তু শারীরিক চোট এবং ব্যাটিংয়ে ফোকাস বাড়ানোর চেষ্টায় তিনি টি–টোয়েন্টি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

নাজমুলের অধিনায়কত্বের পরিসংখ্যান এবং মাঠে তাঁর উপস্থিতি প্রশংসনীয় হলেও নেতৃত্বের চাপ থেকে মুক্ত হয়ে ব্যাটিংয়ে আরও ভালো করার লক্ষ্য তাঁর সামনে। বিসিবির পরিকল্পনাও এখন নতুন নেতৃত্বের হাতে টি–টোয়েন্টি দলকে আরও গতিশীল করা।

নতুন অধিনায়ক ও দলের ভবিষ্যৎ
লিটন দাসের সাম্প্রতিক ফর্ম ও নেতৃত্বগুণ তাঁকে এগিয়ে রেখেছে। তাঁর নেতৃত্বে দল মাঠে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। তবে মিরাজ বা অন্য কেউ সুযোগ পেলে দলের জন্য তা কেমন হবে, সেটাও দেখার বিষয়।

বাংলাদেশ ক্রিকেটে নেতৃত্বের এই পরিবর্তন শুধু কাগজে নয়, মাঠের পারফরম্যান্সেও নতুন মাত্রা যোগ করতে পারে। এখন দেখার বিষয়, নতুন নেতৃত্ব কীভাবে দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

খেলার জগৎ -এর সর্বশেষ