০৩ ফেব্রুয়ারি ২০২৫ সোমবার, ১১:১০ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের প্রভাব পড়েছে ভিসা ব্যবস্থায়ও। বিশেষ করে বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা বন্ধ থাকায় অনেকে অনিশ্চয়তায় রয়েছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে, আগামী মার্চ থেকে ভারতীয় টুরিস্ট ভিসা দেওয়া শুরু হবে। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
চ্যানেল ১৪ অনলাইনের পক্ষ থেকে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, টুরিস্ট ভিসা এখনো চালু হয়নি, এবং পুনঃচালুর বিষয়ে কোনো নির্দেশনাও আসেনি। তবে মেডিকেল ও জরুরি ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে।
এছাড়া, যারা ভারত হয়ে তৃতীয় দেশে যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য ডাবল এন্ট্রি ভিসার আবেদন গ্রহণ ও যাচাই প্রক্রিয়া চালু রয়েছে বলে দূতাবাস জানিয়েছে।
টুরিস্ট ভিসা চালুর বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন বাংলাদেশিরা।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।