facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১২ জানুয়ারি রবিবার, ২০২৫

Walton

ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন সাদ্দাম


২৮ জুন ২০২৪ শুক্রবার, ০১:৫৩  পিএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন সাদ্দাম

ঢাকা এক্সপ্রেসওয়ের মালামাল চুরির অভিযোগে মোঃ সাদ্দাম হোসেন (৩০) ও মোঃ মোরশেদ (২৯) নামে দুইজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গতকাল তেজগাঁও থানার বাউলবাগ এ্যালিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে চুরি করা মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে এক্সপ্রেসওয়ের মালামাল চুরি করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আরো জানান, গ্রেফতার সাদ্দাম ট্রাক ভাড়া করে প্রথমে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্পটে ঘুরেন। এরপর সুযোগ বুঝে এক্সপ্রেসওয়ের বিভিন্ন মালামাল চুরি করেন।

‘গতকাল এক্সপ্রেসওয়েতে দায়িত্ব পালনকালে সেখানকার নিরাপত্তা রক্ষীরা সিসিটিভিতে মালামাল চুরির বিষয়টি শনাক্ত করেন। সাদ্দাম এক্সপ্রেসওয়েতে উঠে সেখানে থাকা রোড ব্যারিয়ার চুরি করেন। পরে নিরাপত্তা রক্ষীরা ধাওয়া দিয়ে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।’

পুলিশকে সাদ্দাম জানান, চুরি করা এসব মালামাল তিনি বিভিন্ন হাউজিং সোসাইটির কাছে বিক্রি করেন৷

গ্রেফতার সাদ্দামের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি মামলা রয়েছে বলে জানিয়েছেন তেজগাঁও থানার ওসি মোহাম্মদ মহসীন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: