facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল রবিবার, ২০২৫

Walton

ট্রাকচাপায় ৬ গরুসহ রাখালের মৃত্যু


১৪ মে ২০২৪ মঙ্গলবার, ০১:১৪  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ট্রাকচাপায় ৬ গরুসহ রাখালের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ট্রাকচাপায় এরফান আলী (৫৫) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। এছাড়া ওই দুর্ঘটনায় ৬টি গরু মারা গেছে।

গতকাল সোমবার রাত দেড়টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কের নিচুধুমি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জের লয়লাভাঙ্গা ইউনিয়নের নিচুধুমি এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-সোনা মসজিদ সড়কে গরুর পাল নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল এরফান আলী। সোনা মসজিদ স্থলবন্দর থেকে ছেড়ে আসা ট্রাক পেছন থেকে গরুর পালে উঠে যায়। এতে ঘটনাস্থলেই ছয়টি গরু মারা যায়। এ সময় এরফান আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, ট্রাকের চালককে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: