০১ এপ্রিল ২০২৫ মঙ্গলবার, ১০:১৩ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
![]() |
বিশ্বব্যাপী শেয়ারবাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার প্রভাব হিসেবে। ট্রাম্প একের পর এক বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যার প্রতিক্রিয়ায় বেশ কয়েকটি দেশও পাল্টা শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে উত্তেজনা বাড়ছে এবং বৈশ্বিক শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে।
শুল্ক বৃদ্ধির ফলে বহুজাতিক কোম্পানিগুলোর বিক্রি ও মুনাফায় নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় তাদের শেয়ারের দরপতন শুরু হয়েছে। বিনিয়োগকারীরা নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন, যা বিশ্ব অর্থনীতির জন্য মন্দার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
আগামী বুধবার ট্রাম্প ‘মুক্তি দিবস’ ঘোষণা করেছেন, যেখানে নতুন শুল্ক আরোপের পাশাপাশি পূর্বঘোষিত কিছু শুল্ক কার্যকর হবে। এই ঘোষণার প্রভাবে এশিয়া, ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। বিশেষ করে জাপানের টোকিও স্টক এক্সচেঞ্জের সূচক ৪ শতাংশের বেশি কমে গেছে।
গাড়ি শিল্পে বিপর্যয় বিশেষ করে বহুজাতিক গাড়ি নির্মাতারা সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রে আমদানিকৃত সব যানবাহন ও যন্ত্রাংশে ২৫ শতাংশ শুল্ক বসানোর ঘোষণা দিয়েছেন। এতে ইউরোপে পোর্শে, ভক্সওয়াগনসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের শেয়ার ৩ শতাংশের বেশি কমেছে। এশিয়ায় টয়োটা, নিশান ও মাজদার শেয়ারের দরপতন হয়েছে।
বিনিয়োগকারীদের আতঙ্ক ও প্রযুক্তি খাতের ক্ষতি ট্রাম্পের শুল্ক নীতির কারণে বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়েছে। টেক জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট, এনভিডিয়া, অ্যালফাবেট ও মেটার শেয়ারের দামও কমে গেছে। বিশেষ করে এনভিডিয়ার শেয়ারের মূল্য ৩.৭ শতাংশ পড়ে গেছে।
এদিকে, ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ইলন মাস্কের টেসলা কোম্পানিও বড় ধরনের ধাক্কা খেয়েছে। সোমবারের লেনদেনের শুরুতেই টেসলার শেয়ার ৭ শতাংশ পড়ে গেছে।
বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা বিশ্বজুড়ে শেয়ারবাজারের সূচক নিম্নমুখী। সোমবার লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.২ শতাংশ, ফ্রান্সের সিএসি ৪০ সূচক ১.৮ শতাংশ, জার্মানির ড্যাক্স সূচক ১.৯ শতাংশ কমেছে।
মার্কিন শেয়ারবাজারেও একই চিত্র দেখা গেছে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১.৫৩ শতাংশ এবং নাসড্যাক ১.৯৯ শতাংশ কমেছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই বাণিজ্য নীতি বিশ্ব অর্থনীতির ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।