০৪ ফেব্রুয়ারি ২০২৫ মঙ্গলবার, ১০:৩২ এএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
শুল্ক ইস্যুতে বড় সিদ্ধান্ত: মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক স্থগিত, চীনের সঙ্গেও আলোচনার প্রস্তুতি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাসের জন্য মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ স্থগিত করেছেন। প্রতিবেশী এই দেশ দুটি অবৈধ অভিবাসন ও মাদক পাচার রোধে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর এ সিদ্ধান্ত নেন ট্রাম্প।
এর আগে, কানাডা ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্বব্যাপী শেয়ারবাজারে অস্থিরতা দেখা দেয় এবং বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের শঙ্কা তৈরি হয়।
ট্রুডো-শেনবাউমের সঙ্গে ফোনালাপের পর স্থগিতাদেশ শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে ট্রাম্পের সঙ্গে ফোনে আলোচনা করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউম। ফলস্বরূপ, শুল্ক আরোপ স্থগিতের বিষয়ে তিন দেশের মধ্যে সমঝোতা হয়।
ট্রাম্প জানান, শেনবাউমের সঙ্গে ‘খুবই বন্ধুত্বপূর্ণ’ আলোচনা হয়েছে এবং এর পরই তিনি মেক্সিকোর ওপর শুল্ক স্থগিতের সিদ্ধান্ত নেন। আলোচনার ভিত্তিতে শেনবাউম মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে ১০ হাজার সেনা মোতায়েনের প্রতিশ্রুতি দেন।
কানাডার সঙ্গেও উত্তেজনা চরমে পৌঁছানোর পর ট্রুডোর সঙ্গে ট্রাম্পের ফোনালাপে পরিস্থিতির উন্নতি ঘটে। ট্রাম্প বলেন, তিনি আলোচনায় সন্তুষ্ট এবং এক মাসের জন্য শুল্ক আরোপ প্রক্রিয়া স্থগিত রাখছেন। ট্রুডো আশ্বস্ত করেছেন, কানাডা উত্তর সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করবে এবং ক্ষতিকর মাদক ফেনটানিলের পাচার রোধে ব্যবস্থা নেবে।
চীনের সঙ্গেও চূড়ান্ত মুহূর্তের আলোচনা এদিকে, ট্রাম্প চীনা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। তবে তিনি জানান, ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে শেষ মুহূর্তের আলোচনা আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে। চীনের আমদানি পণ্যে নতুন শুল্ক আরোপ এড়াতে এ আলোচনা অনুষ্ঠিত হবে।
কানাডা, মেক্সিকো ও চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ তিন বাণিজ্যিক অংশীদার। গত শনিবার ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের পণ্যের ওপর শুল্ক আরোপের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যা মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক আলোচনার পর শুল্ক স্থগিতের এই সিদ্ধান্ত আসে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।