১৬ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার, ০১:৩৫ পিএম
আন্তর্জাতিক ডেস্ক
শেয়ার বিজনেস24.কম
![]() |
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালু করা সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ট্রুথ সোশ্যাল ৭ কোটি ৩০ লাখ ডলার নিট লোকসান করেছে। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (টিএমটিজি) অংশীদার ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের (ডিডব্লিউএসি) সাম্প্রতিক প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য হিল।
ট্রুথ সোশ্যাল ২০২২ সালের ফেব্রুয়ারিতে চালু করা হয়। এখানে ট্রাম্পের শেয়ারের পরিমাণ ৫০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ ডলারের মধ্যে রয়েছে। ২০২২ সালে মাত্র ১৪ লাখ ডলার নিট বিক্রয়ের বিপরীতে ট্রুথ সোশ্যাল ৫০ মিলিয়ন ডলার লোকসানের কথা জানিয়েছে। ২০২৩ সালের প্রথমার্ধে অতিরিক্ত ২৩ মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।
দ্য হলিউড রিপোর্টারের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ যদি ডিজিটাল ওয়ার্ল্ড অ্যাকুইজিশন করপোরেশনের সঙ্গে একীভূতকরণ করতে ও অতিরিক্ত তহবিল সংগ্রহ করতে ব্যর্থ হয়, তাহলে প্লাটফর্মটির টিকে থাকা কঠিন হবে।
সংশোধিত এস-৪ ফাইলিং প্রতিবেদনে টিএমটিজির আর্থিক অনিশ্চয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ ছাড়া স্বাধীন অ্যাকাউন্টিং ফার্মটিও উদ্বেগ প্রকাশ করেছে। প্রতিবেদনে টিএমটিজির ভবিষ্যৎ ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রয়েছে। ট্রুথ সোশ্যালের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক টিএমটিজির ব্যবসায় বিরূপ প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
ট্রাম্পের আইনি চ্যালেঞ্জ ও অধিগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত ডিডব্লিউএসিকে চুক্তি মেনে চলতে বলা হয়েছে। সম্প্রতি অধিগ্রহণের অগ্রগতি ছাড়াই তহবিল সংগ্রহের অসুবিধা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে ডিডব্লিউএসি।
২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার পর টুইটার ও ফেসবুক থেকে ট্রাম্পের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। এরপর ফেসবুক ও এক্সের (টুইটার) মতো প্রযুক্তি জায়ান্টদের প্রতিদ্বন্দ্বী হিসেবে ট্রুথ সোশ্যালের আবির্ভাব ঘটে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।