facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ৩০ অক্টোবর বুধবার, ২০২৪

Walton

ট্রুডোর পদত্যাগ চান তারই দলের এমপিরা


২৪ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার, ১২:৩০  পিএম

আন্তর্জাতিক ডেস্ক

শেয়ার বিজনেস24.কম


ট্রুডোর পদত্যাগ চান তারই দলের এমপিরা

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে আর জাস্টিন ট্রুডোকে দেখতে চান না তারই দলের এমপিরা। সম্প্রতি ট্রুডোর লিবারেল পার্টির বেশ কিছু এমপি ট্রুডোকে আল্টিমেটাম দিয়ে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে তাকে পদত্যাগ করতে হবে, নইলে পার্লামেন্টে বিদ্রোহের মুখোমুখি হতে হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

গত বুধবার কানাডার প্রধানমন্ত্রী তার দল লিবারেল পার্টির প্রায় ২০ জন এমপির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানেই ট্রুডোকে আল্টিমেটাম দেওয়া হয় আগামী নির্বাচন আসার আগেই দলীয় প্রধানের পদ ছাড়তে। উল্লেখ্য, এই ২০ জনের কেউই ট্রুডোর মন্ত্রিসভার সদস্য নন।

এর আগে, লিবারেল পার্টির দুই ডজন এমপি ট্রুডোর পদত্যাগ দাবি করে চিঠি লিখেন। সেখানে তারা আল্টিমেটাম দেন, আগামী ২৮ অক্টোবরের মধ্যে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। কিন্তু তাদের চিঠি ট্রুডোর ওপর খুব একটা প্রভাব ফেলতে পেরেছে বলে মনে হয় না।

কানাডার প্রধানমন্ত্রী হিসেবে টানা ৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন ট্রুডো। এই সময়ে ক্রমেই তিনি জনপ্রিয়তা হারিয়েছেন। এ অবস্থায় তার নিজ দল থেকে পদত্যাগের আহ্বান উঠছে। মূলত আগামী নির্বাচনে যাতে একটি বিব্রতকর পরাজয় এড়ানো যায়। দলীয় নেতাদের আশঙ্কা, ট্রুডো পদ না ছাড়লে নির্বাচনে তাঁদের দল তৃতীয় অবস্থানে চলে যাবে।

কানাডার পার্লামেন্টে লিবারেল পার্টির ১৫৩ জন সদস্য থাকলেও ট্রুডোর বিরুদ্ধে অভ্যন্তরীণ বিদ্রোহ এখনো সেই অর্থে ব্যাপক সমর্থন লাভ করতে পারেনি। ট্রুডোর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠলেও এখন পর্যন্ত তার জায়গা নেবেন এমন কোনো বিকল্প নেতাও সামনে আসেননি। উল্লেখ্য, সিবিসি পোল ট্র্যাকারের জরিপ বলছে, বিরোধী দল কনজারভেটিভ পার্টি ট্রুডোর দলের তুলনায় জনপ্রিয়তায় ২০ পয়েন্ট এগিয়ে আছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: