facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ০৭ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৪

Walton

ট্রেনের টিকিট বিক্রির জন্য নতুন চার নির্দেশনা


০৪ নভেম্বর ২০২৪ সোমবার, ১০:০৫  এএম

স্টাফ রিপোর্টার

শেয়ার বিজনেস24.কম


ট্রেনের টিকিট বিক্রির জন্য নতুন চার নির্দেশনা

বাংলাদেশ রেলওয়ে ট্রেনের টিকিট বিক্রির ক্ষেত্রে নতুন চারটি নির্দেশনা জারি করেছে। এই নির্দেশনার মধ্যে উল্লেখ করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে টিকিট সংরক্ষণ করা যাবে না।
রোববার (৩ নভেম্বর) রেলওয়ের ট্রাফিক কমার্শিয়াল শাখা থেকে টিকিট বিক্রয় ব্যবস্থাপনার নতুন নির্দেশনাগুলো প্রকাশ করা হয়।

রেলভবনে ২৯ অক্টোবর অনুষ্ঠিত একটি সভার ভিত্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানও উপস্থিত ছিলেন। নির্দেশনাগুলো হলো—

১. কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য টিকিট সংরক্ষণ করা যাবে না।

২. রেলওয়ের জন্য মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না।

৩. সংরক্ষিত আসনের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তারা (ডিসিও) এর তত্ত্বাবধান করবেন।

৪. টিকিট সংরক্ষণের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত পরিবর্তন হলে বা প্রয়োজন হলে, তা অবশ্যই লিখিত নির্দেশনার ভিত্তিতে কার্যকরী করতে হবে।

নির্দেশনাপত্রে আরও উল্লেখ করা হয়েছে, আগামী ১০ নভেম্বর থেকে মন্ত্রণালয় অনুমোদিত সংরক্ষিত আসন ছাড়া অন্য কোনো টিকিট সংরক্ষণ করা যাবে না। সংশ্লিষ্ট ডিসিওদের নির্দেশনা অনুযায়ী ওই সংরক্ষিত আসনের টিকিট রিলিজ ও তার রেকর্ড সংরক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: