০১ এপ্রিল ২০২৩ শনিবার, ০৫:৪৪ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
যন্ত্রাংশের ঘাটতি পূরণে সক্ষম হওয়ায় গত ফেব্রুয়ারিতে বিশ্বব্যাপী টয়োটার বিক্রি রেকর্ড বেড়েছে। গতকাল টয়োটা মোটর করপোরেশনের পক্ষ থেকে বলা হয়, ফেব্রুয়ারিতে তাদের বিশ্বব্যাপী গাড়ি বিক্রি হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ২৭১ ইউনিট, যা গত বছরের একই মাসের চেয়ে ১০ দশমিক ৩ শতাংশ বেশি। খবর রয়টার্স।
কভিড-১৯ মহামারীর সময়ে প্রতিষ্ঠানটি যন্ত্রাংশের বড় ধরনের ঘাটতিতে পড়ে। তবে সে ঘাটতি পূরণের পাশাপাশি বিশ্বব্যাপী উৎপাদনও টানা দ্বিতীয় মাসে বেড়েছে বলে প্রতিবেদনে প্রকাশ হয়।
জাপানের সবচেয়ে বৃহৎ গাড়ি প্রস্তুতকারক এ প্রতিষ্ঠান তাদের বিবৃতিতে আরো উল্লেখ করে, যন্ত্রাংশের ঘাটতির বিষয়টি এখনো খানিকটা সমস্যা হিসেবেই বিদ্যমান। তবে মহামারী চলাকালীন সাপ্লাই চেইন পরিচালনার ক্ষেত্রে বেশির ভাগ গাড়ি প্রস্তুতকারকদের চেয়ে তারা ভালো পারফরম্যান্স করে। এসব সত্ত্বেও গত বছরজুড়ে উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়নি প্রতিষ্ঠানটি।
গত মাসে টয়োটার বিশ্বব্যাপী যানবাহন বিক্রয়ের পরিমাণ ১০ দশমিক ৩ শতাংশ বেড়ে ৭ লাখ ৭৩ হাজার ২৭১-তে পৌঁছে। গত বছরের ফেব্রুয়ারির তুলনায় চলতি বছর অভ্যন্তরীণ বিক্রয় ৫৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধি ঘটে। গত ফেব্রুয়ারিতে সেমিকন্ডাক্টরের অভাবের কারণে তীব্রভাবে বিক্রয় হ্রাস পায়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, বিশ্বব্যাপী টয়োটা ব্র্যান্ডের যানবাহনের উৎপাদন ২ শতাংশ বেড়ে ৭ লাখ ৫৫ হাজার ৮৩৯-তে পৌঁছেছে, যা অনুমিত লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫০ হাজার থেকে কিছু এগিয়ে। জানুয়ারিতে বিক্রয় ৮ দশমিক ৮ শতাংশ সম্প্রসারণের মাধ্যমে বিক্রয় কার্যক্রম ত্বরান্বিত হয় প্রতিষ্ঠানটির।
অভ্যন্তরীণ উৎপাদনও শক্তিশালী পুনরুদ্ধারের ইঙ্গিত দিচ্ছে। কেননা জানুয়ারিতে ৩০ দশমিক ১ শতাংশ উৎপাদনের বৃদ্ধির ধারাবাহিকতায় ফেব্রুয়ারিতে তা ১১ দশমিক ২ শতাংশ বেড়েছে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।