২৫ অক্টোবর ২০১৬ মঙ্গলবার, ০৬:৪৯ পিএম
শেয়ার বিজনেস24.কম
বিশ্বের বিভিন্ন দেশের সফটওয়্যার নিয়ে তরুণ উদ্যোক্তাদের সংগঠন ডব্লিউএএস এর বার্ষিক সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি মালয়েশিয়ায় ওই সভায় সবার সম্মতিক্রমে ২০১৬-১৭ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে সংগঠনটির নতুন সভাপতি হয়েছেন মারিয়া লুই ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয় হাসান পাশাকে।
এছাড়া সহ-সভাপতি হয়েছেন অলমা এসটারভা, যুগ্ম সম্পাদক এননিয়া ক্লাক, অর্থ সম্পাদক একেক উইস, দপ্তর সম্পাদক বোজেলা মরিয়া ও ক্রীড়া সম্পাদক সেনড্রা রুই।
সংগঠনের কার্যনির্বাহী সদস্যরা হলেন-
আং স ল - চীন
রোজ ক্লব- জাপান
নাবিদ সোবহান- পাকিস্তান
আলিবার বাস- ইংল্যান্ড
আংশিনিশ গুহ- ভারত
নির্বাচন পরিচালনা করেন সাবেক পরিচালনা কমিটির সভাপতি ডি কস্তা ও সা. সম্পাদক
চেভার সং।
এর আগে ২০১৪-১৫ বার্ষিক সভার নানা হিসাব পর্যালোচনা করা হয়। কোকাল সিং ও ডিসটার ল
সভা পরিচালনা করেন।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।