৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ০২:১২ পিএম
ডেস্ক রিপোর্ট
শেয়ার বিজনেস24.কম
বাংলাদেশ ব্যাংক ঘোষণা দিয়েছে, ঘোষিত দামের বাইরে ডলার কেনাবেচা করলে কঠোর জরিমানা আরোপ করা হবে। এ জরিমানার পরিমাণ হতে পারে সর্বনিম্ন ১০ লাখ টাকা থেকে সর্বোচ্চ লেনদেনের ৫ শতাংশ পর্যন্ত। পাশাপাশি, রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হলে তা নিলামের মাধ্যমে সম্পন্ন হবে, যা আগে পছন্দের ব্যাংক বা ব্যবসায়ীদের কাছে সরাসরি বিক্রি করা হতো।
সভায় কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রবাসী আয় ও রপ্তানি আয়ের ডলার একই দামে কিনতে হবে। প্রতি ডলারের বিনিময়ে সর্বোচ্চ ১২৩ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ১১৯ টাকার সঙ্গে আড়াই শতাংশ অতিরিক্ত যুক্ত হতে পারে। ডলার কেনা দামের চেয়ে ১ টাকা বেশি দামে বিক্রি করা যাবে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ২০২৪ সালের মধ্যে ডলারের দাম পুরোপুরি বাজারভিত্তিক করার সুপারিশ করেছে। এর অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ডলারের দাম আরও বাজারমুখী করার উদ্যোগ নিয়েছে। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শীর্ষ ২৫ ব্যাংকের সঙ্গে বৈঠক করে এসব পরিকল্পনার কথা জানানো হয়েছে।
ডলারের বাজারে প্রায় আড়াই বছর ধরে অস্থিরতা চলছে। মার্কিন এই মুদ্রার দাম ৮৫ টাকা থেকে বেড়ে ১২০ টাকায় উঠেছে। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর ডলারের দাম ১২০ টাকায় স্থির রেখে আড়াই শতাংশ ওঠানামার সীমা নির্ধারণ করা হয়। এতে বাজার কিছুটা স্বাভাবিক হলেও এখন তা আরও স্থিতিশীল করতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে।
ডলারের লেনদেনের তথ্য সংগ্রহে কেন্দ্রীয় ব্যাংক নতুন ফরম্যাট চালু করবে। এই তথ্যের ভিত্তিতে প্রতিদিন ডলারের মধ্যবর্তী দাম নির্ধারণ করা হবে। কোনো ব্যাংক ঘোষিত দামের বাইরে লেনদেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা ব্যাংকের এমডি শেখ মোহাম্মদ মারুফ বলেছেন, নতুন সরকার গঠনের পর ডলারের বাজার অনেকটাই স্থিতিশীল হয়েছে। বাজার চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে চলতে দিলে দাম সহনীয় হবে এবং মজুতদারির সুযোগ কমবে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হুসনে আরা শিখার মতে, বৈদেশিক ঋণ পরিশোধ, প্রবাসী আয়ে মধ্যস্বত্বভোগীদের ভূমিকা এবং আন্তর্জাতিক ঋণমান অবনমনের কারণে ডলার বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এ ছাড়া ডলার বিক্রি বন্ধ থাকায় আন্তব্যাংক বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপ ডলারের বাজারে স্বচ্ছতা ও স্থিতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে রিজার্ভ ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।
শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।