facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৪ জানুয়ারি মঙ্গলবার, ২০২৫

Walton

ডিএস-৩০ সূচকে খান ব্রাদার্স, বাদ জায়ান্ট কোম্পানিগুলো!


১৩ জানুয়ারি ২০২৫ সোমবার, ০২:৪২  পিএম

ডেস্ক রিপোর্ট

শেয়ার বিজনেস24.কম


ডিএস-৩০ সূচকে খান ব্রাদার্স, বাদ জায়ান্ট কোম্পানিগুলো!

শেয়ারবাজারে চমকপ্রদ পরিবর্তন। ডিএস-৩০ সূচকে অন্তর্ভুক্ত হয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, যাদের শেয়ারের মূল্য কারসাজির মাধ্যমে অবিশ্বাস্যভাবে বেড়েছে। গত দুই বছরে ১২ টাকার শেয়ারের দাম ২৩২ টাকায় উঠেছিল। সম্প্রতি শেয়ারটির মূল্য দাঁড়িয়েছে ১৭৭ টাকায়।

অপরদিকে, ডিএস-৩০ সূচক থেকে বাদ পড়েছে হাইডেলবার্গ সিমেন্ট, বেক্সিমকো, ইসলামী ব্যাংক ও সামিট পাওয়ারের মতো প্রতিষ্ঠিত কোম্পানিগুলো। সূচক সমন্বয়ের এই অদ্ভুত ঘটনায় বাজারে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

ডিএসইর পর্যালোচনায় ডিএস-৩০ সূচকে ৯টি নতুন কোম্পানি যুক্ত করা হয়েছে, যেখানে বাদ পড়েছে ৯টি পুরনো কোম্পানি। এই পরিবর্তনের মূল কারণ হিসেবে বলা হচ্ছে, এসঅ্যান্ডপি ডাও জোনসের পদ্ধতি মেনে কোম্পানিগুলোর বাজার মূলধন ও লেনদেন কার্যক্রম পর্যালোচনা।

ডিএসইএক্স সূচকেও বড় পরিবর্তন এসেছে, যেখানে ৮৭টি নতুন কোম্পানি অন্তর্ভুক্ত এবং ১৪টি বাদ পড়েছে। আগামী ১৯ জানুয়ারি থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

এবারের ডিএসইএক্স সূচকে ৩২৬টি কোম্পানি অন্তর্ভুক্ত, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: